‘নিঃছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হবে নগরী’

0
82

প্রিমিয়ার ফুটবলআগামি ২৪ জুলাই রবিবার থেকে চট্টগ্রাম নগরীর এম এ আজিজ ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জে বি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ ২০১৬। ১২ টি টীমের অংশ গ্রহনে এম এ আজিজ ষ্টেডিয়ামে মোট ২০ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও ফুটবল প্রিয় দর্শকদের উৎসাহ দিতে ২০ জুলাই বুধবার প্রিমিয়ারলীগ উপলক্ষে এম এ আজিজ ষ্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭ টায় কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু সহ শীর্ষস্থানীয় ব্যান্ডদল গুলো অংশ নেবে কনসার্টে। ঐতিহ্যবাহী চট্টগ্রামে জে বি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ ২০১৬ নির্বিঘেœ পরিচালনার লক্ষে ১৮ জুলাই সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আইন শৃংখলা বাহিনী ও গোয়েন্দার সাথে বৈঠক করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। তিনি জে বি প্রিমিয়ার ফুটবললীগ উপলক্ষে কনসার্ট, খেলার ভেনু, খেলোয়াড়দের আবাসন, যাতায়াত, অনুশীলন সহ যাবতীয় বিষয়গুলো বৈঠকে উপস্থাপন করে সার্বিক নিরাপত্তার বিষয়ে আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিতদের মতামত জানতে চান। বৈঠকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার পিপিএম, উপ পুলিশ কমিশনার সিটিএমবি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনুপম সাহা, এপিবিএন এর অতিরিক্ত এস পি শচীন চাকমা, র‌্যাব-৭ এর এ এস পি মোহাম্মদ জালাল উদ্দীন, ৮ বর্ডার গার্ডের অতিরিক্ত পরিচালক মেজর যায়েদ খলিল, চট্টগ্রাম মহানগর আনসার উত্তর জোনের কমান্ডেন্ট এ এস এম আজিম উদ্দিন, ডিজিএফ আই এর উপ-পরিচালক আকলাকুন আরেফিন, এন এস আই এর সহকারী পরিচালক মো. আশিকুর রহমান, ফায়ার সার্ভিসের ডিএডি মো. জসীম উদ্দিন, থানা আনসার কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম, জে বি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ ২০১৬ এর আইন শৃংখলা কমিটির সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপন, সদস্য নোমান আল মাহমুদ, সিজেকেএস এর ফুটবল সম্পাদক মো. ইউসুফ, যুগ্ম সম্পাদক ডা. তিমির বরন চৌধুরী, সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সমন্বয় বৈঠকে সিএমএপি কমিশনার জে বি প্রিমিয়ার ফুটবল লীগের আইন শৃংখলা কমিটির আহবায়ক মো. ইকবাল বাহার পিপিএম বলেন, জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ নির্বিঘেœ পরিচালনার স্বার্থে নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হবে। খেলার মাঠ, খেলোয়াড়দের থাকার এলাকা, চলাচলের পথ, অনুশিলন সহ সব ক্ষেত্রে নিরাপত্তা বিধান করা হবে। তিনি বলেন, পুলিশের বিভিন্ন স্তর, র‌্যাব, বিজিপি, আনসার সহ সকল বাহিন ীকে সমন্বয় করে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসনের অরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহা জেলা প্রশাসনের পক্ষে ম্যাজিষ্ট্রেট নিয়োগ সহ যাবতীয় কার্যক্রমে সহযোগিতার কথা জানান। সভার সভাপতি সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, ১৯ জুলাই খেলায় অংশগ্রহণকারী টীম ব্যবস্থাপনা কমিটির সাতে সমন্বয় বৈঠক করে খেলার যাবতীয় তথ্য উপাদ্য ও খেলার সিডিউল পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্টদের নিকট পৌঁছে দেয়া হবে এবং খেলার টিকিট বিকী’র স্থান ও নিরাপদ স্থানে ঠিক করা হবে বলে জানান। মেয়র আসন্ন জে বি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবললীগ সুচারুভাবে নির্বিঘেœ সম্পাদনে সর্ব মহলের সহযোগিতা কামনা করেন।