নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলা, দেশে ফিরতে চান ক্রিকেটাররা

0
131

সন্ত্রাসী হামলার মুখে প্রাণহানির শঙ্কা নিয়ে আর নিউজিল্যান্ডে অবস্থান করতে চাইছেন না বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ক্রিকেটাররা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজেদের নিরাপত্তার কথা ভেবে যত দ্রুত সম্ভব দেশে ফিরতে চান কয়েকজন ক্রিকেটার। সন্ত্রাসী হামলায় ছয় জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

আগামীকাল শনিবার ক্রাইস্টচার্চের হাগলি ওভাল মাঠে বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে। তবে এমতাবস্থায় শনিবার সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে কি-না সে ব্যাপারে এখনই কিছু জানাতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তিরা।

আজ শুক্রবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় আনুমানিক ১টা ৪০ মিনিটে অজ্ঞাত বন্দুকধারী হামলা চালান সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল নুরে। সে মসজিদেই নামাজ পড়তে যাচ্ছিলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সৌভাগ্যবশত মসজিদে ঢোকার আগমুহূর্তে হামলার খবর পেয়ে জীবন রক্ষা করেন তামিম, মিরাজ, তাইজুলরা।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসতে চাচ্ছেন তারা।

বর্তমানে টিম হোটেলে নিরাপদেই আছেন তামিম-মুশফিকরা। তবে তারা কেউই বেশিক্ষণ নিউজিল্যান্ডে অবস্থান করতে চাচ্ছেন না। তবে খুব কাছ থেকে এমন একটি সন্ত্রাসী ঘটনার সাক্ষী হয়ে ভীতশ্রদ্ধ হয়ে পড়েছেন ক্রিকেটাররা।