নিজের নামের শেষে নিজেই স্যার জুড়ে দেয়া প্রসঙ্গ

0
584

লায়ন এম আইয়ুব :নিজেকে নিজে স্যার ডাকতে পারে এমন স্যারদের কাছ থেকে বর্তমান বা ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? আমি ঠিক বুঝতে পারছি না। স্যার শব্দটি অনেক সম্মানের যা মন থেকে আসে।

শিক্ষকরা জাতির মেরুদণ্ড তৈরির মূল কারিগর। তাঁদের জ্ঞানের পরিধি হবে অন্যান্য পেশাজীবীদের চেয়ে অনেক বেশি গভীর। শিক্ষকের জ্ঞানসূধা পেয়ে ঋদ্ধ শিক্ষার্থী শ্রদ্ধা-সম্মানে ‘স্যার’ সম্বোধন করেন যা আপনা আপনি মন থেকে আসে৷ নিজের কোচিংয়ের প্রচারণা চালাতে গিয়ে নিজেই যদি নিজের নামের পাশে ‘স্যার’ শব্দটি জুড়ে দেয়- ব্যাপারটি বেখাপ্পা ও খুব হাল্কা দেখায়৷ শিক্ষকতার মতো মহান পেশায় যারা নিয়োজিত আছেন তাদের কাছ আমাদের প্রত্যাশা সুনির্দিষ্ট৷ নিশ্চয়ই জোরপূর্বক সম্মান আদায়ের চেয়ে স্বপ্রণোদিত সম্মান অনেক বেশি গৌরবের। এ জাতীয় পোস্টার সর্বস্ব স্যারদের শুভবোধের উদয় হোক।