“নিজ আংগিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”

0
108

কক্সবাজার প্রতিনিধি।

“নিজ আংগিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”- এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
এ ‍উপলক্ষ্যে ২৫জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ‍উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও)প্রণয় চাকমার নেতৃত্বে একটি বিশাল র‌্যালী রামু চৌমুহনীর বিভিন্ন গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী শেষে উপজেলা আঙ্গিনায় উপস্থিত ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দের উদ্দেশ্যে নিবার্হী অফিসার প্রণয় চাকমা উপজেলার আপামর জনসাধারণকে নিজ আংগিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও দেশব্যাপী ডেংগু মশার প্রকোপ থেকে সবাইকে নিরাপদ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেন।
উদ্ধোধনী আয়োজনে উপজেলা প্রশাসনের Fogger Machine দিয়ে মশক নিধনের কার্যক্রম পরিচালনা করা হয় ।
র‌্যালীতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী,পেশাজীবী,সাংবাদিক ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন