নিরাপত্তার অভাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের নির্ধারিত খেলাটি রোববারের পরিবর্তে সোমবার অনুষ্ঠিত হবে

0
80

বাংলাদেশ ও নিউজিল্যান্ডনিরাপত্তার অভাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের নির্ধারিত খেলাটি রোববারের পরিবর্তে সোমবার অনুষ্ঠিত হবে।

রোববার সকাল সাড়ে ১০টায় হোটেল আগ্রাবাদে বিসিবি ও ওয়েস্ট ইন্ডিজ দলের এক টেলি মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সফররত ক্যারিবীয় যুব ক্রিকেট দলটির সঙ্গে ২য় ওয়ান ডে ম্যাচটি বিভাগীয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার আর শেষ ও ৩য় ওডিআইটি হবে পূর্ব নির্ধারিত ১১ ডিসেম্বর।

বিসিবির পক্ষে বৈঠকে অংশ নেন পরিচালক আকরাম খান ও আ জ ম নাছির উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল বলেন, ‘অবরোধের কারণে ওয়েস্ট ইন্ডিজ টিম মাঠে খেলতে যেতে আগ্রহী নয়। এরপরও তাদের অনেক বুঝানোর পর ব্যর্থ হয়ে দু’বোর্ডের যৌথ সিদ্ধান্তে সোমবার ২য় ওডিআইটি অনুষ্ঠিত হবে।’

পুলিশ জানায়, ওয়েস্ট ইন্ডিজ দল ও বাংলাদেশ দল আগ্রাবাদ হোটেলে অবস্থান করছে। অবরোধ চলাকালে শনিবার গভীর রাতে হোটেলের অদূরে একটি ককটেল বিস্ফোরণ ঘটলে ক্যারিবীয় যুবাদের মনে ভীতির সঞ্চার হয়। তারা নিরাপত্তার অভাব বোধ করে মাঠে যেতে অস্বীকৃতি জানান।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) বাবুল আক্তার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম নিরাপত্তাহীনতার কারণে মাঠে যেতে রাজি হয়নি। তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’