নির্ধারিত সময়ে নির্দ্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার আহবান

0
95

জয় পাহাড়

নগরীর বজ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও গতিশীল করে পরিবেশ উন্নয়নে ডোর টু ডোর বজ্য সংগ্রহ ও অপসারন কর্মসুচির অংশ হিসেবে ১৭ আগষ্ট বুধবার সকালে ১৫ নং ওয়ার্ডের জয় পাহাড় হাউজিং এ ঘরে ঘরে বিন বিতরণ ও ভ্যানগাড়ী হস্তান্তর কর্মসুচি উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন । তিনি ঘর বাড়ীর মালিকদের হাতে বিন তুলে দিয়ে এ কর্মসুচির উদ্বোধন করেন। ডোর টু ডোর বজ্য ব্যবস্থাপনা কর্মসুচি সফল করার লক্ষে জয় পাহাড় হাউজিং ওয়েলফেয়ার এসোসিয়েশন আয়োজিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন। এতে জয় পাহাড় হাউজিং ওয়েলফেয়ার এসোসিয়েশনের অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর, সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ার, মৃদুল বড়–য়া, অভিষেক বড়–য়া, এ্যানি বড়–য়া, রতন ভট্টচার্য, ইঞ্জিনিয়ার পরিতোষ বড়–য়া, নান্টু বড়–য়া, ফারুক, রাশেদ আনোয়ার, হাসান রেজা, আবদুল জলিল, আবদুল গাফফার ও মুহাম্মদ সেলিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিন ও ভ্যানগাড়ী প্রদান অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছিল উদ্দীন বলেন, নগরবাসীর সক্রিয় সহযোগিতায় নগরীকে বাসোপযোগী বিশ্বমানের নগরে উন্নিত করা সম্ভব হবে। মেয়র নির্ধারিত সময়ে নির্দ্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার আহবান জানান।