নির্বাচন ঠেকাতে বান্দরবানে বাইশারী সড়ক কেটে দিয়েছে দুর্বৃত্তরা

0
168

নির্বাচন ঠেকাতে বান্দরবানে বাইশারী সড়ক কেটে দিয়েছে দুর্বৃত্তরানিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
নির্বাচন ঠেকাতে বান্দরবানে বাইশারীতে অভ্যন্তরিন সড়ক কেটে ফেলেছে দূর্বত্তরা। শনিবার বিকালে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় নাইক্ষ্যংছড়ি-বাইশারী এবং গর্জনিয়া অভ্যন্তরিন কেটে সড়ক যোগাযোগ বি”িছন্ন করে দিয়েছে দূর্বত্তরা। পরি¯ি’তি স্বাভাবিক রাখতে ঘটনা¯’লে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। সড়ক বি”িছন্ন করার বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ উদ্দিন জানান, নির্বাচনী সরঞ্জামসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৪টি ভোট কেন্দ্রে পৌছে গেছে। ভোট গ্রহণের যাবতীয় নিরাপত্তা ব্যব¯’া জোরদার করা হয়েছে। ৯৫ টি বুথে ১৯০ জন পোলিং অফিসার, ৯৫ জন সহকারী প্রিসাইডিং অফিসার এবং ২৪ জন প্রিসাইডিং অফিসার ইতিমধ্যে স্বস্ব কেন্দ্রে অব¯’ান করছেন। বিজিবি ৩১ ব্যাটেলিয়নের কমান্ডার লে: কর্নেল শফিকুর রহমান জানান, কয়েকঘন্টা বন্ধ থাকলেও নাইক্ষ্যংছড়ির সঙ্গে বাইশারী ইউনিয়নের কেটে ফেলা সড়কটি সংস্কার করা হ”েছ। রাতের মধ্যে রাস্তা ঠিক হয়ে যাবে। পরি¯ি’তি নিয়ন্ত্রনে নিরাপত্তা ব্যব¯’া নেয়া হয়েছে।