নির্বাচন শান্তিপূর্ণ করতে জাতিসংঘের আহ্বান

0
73

আসন্ন ঢাকা (উত্তর-দক্ষিণ) ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ দেখতে চায় জাতিসংঘ। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে বৈশ্বিক এই সংস্থাটি।
ঢাকায় অবস্থিত জাতিসংঘের আবাসিক কার্যালয় থেকে রবিবার দুপুরে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে এই তথ্য জানান হয়।
গণমাধ্যমে পাঠানো ওই বার্তায়, জাতিসংঘের আবাসিক (বাংলাদেশে) প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস আশা প্রকাশ করেন ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

বার্তায় ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস।
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠানের বিষয়ে রাজনৈতিক দলগুলো সহায়তা করবে এবং তা নিশ্চিত করবে।’
২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।