নির্মাণকাজে মান অক্ষুণ্ন রাখার নির্দেশনা মেয়রের

0
34

গুণগতমান অক্ষুণ্ণ রেখে নির্মাণকাজ করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সব উন্নয়নকাজ শেষ করতে ঠিকাদার ও প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে এডিপি ও রাজস্ব খাত থেকে ২০১৭-১৮ অর্থবছরে কার্যাদেশ মোতাবেক ১১ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকার চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে চলমান উন্নয়নকাজের মধ্যে রয়েছে ময়দার মিল ড্রেনের উন্নয়ন, ময়দার মিল রোড, ইসমাইল ফয়েজ-আবদুল করিম রোড, বাদিয়ার টেক রোড, মিয়াখান সংযোগ সড়ক, বাদামতলির মোড় হতে হোন্ডা গ্যারেজ পর্যন্ত রোড, নুর হোসেন রোড, বালুর মাঠ সংলগ্ন রোড উন্নয়ন ও খেজুরতলি রোডের মোড়ে কালভার্ট নির্মাণ ও ড্রেন সংস্কার ইত্যাদি।

পরিদর্শন শেষে এলাকাবাসীর সমাবেশে মেয়র বলেন, আমার মেয়াদের মধ্যেই নগরীর দৃশ্যপট পরিবর্তন হবে। বিশ্বমানের বাসোপযোগী নান্দনিক ও পরিবেশবান্ধব চট্টগ্রাম গড়ে উঠবে। নগরীর অলিগলি রাজপথ পাকা সড়কে উন্নীত হবে এবং এলইডি বাতি দ্বারা আলোকিত করা হবে। নগরীর প্রতিটি গোলচত্বর, ফুটপাত ও মিড আইল্যান্ডকে নান্দনিক সাজে সাজানো হবে। নগরবাসীর সহযোগিতা পেলে চট্টগ্রামের কাঙ্ক্ষিত উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

এ লক্ষ্যে নগরবাসীর পৌরকর প্রত্যাশা করেন মেয়র।

সমাবেশে চসিকের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইয়াছিন চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা পারভিন, চসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, নির্বাহী প্রকৌশলী মো. ফরহাদুল আলম, সহকারী প্রকৌশলী রিফাতুল করিম চৌধুরী, উপ সহকারী প্রকৌশলী গাজী জয়নাল আবদীন, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমদ, মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা রায়হান ইউসুফ, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আজম নুরু, সাধারণ সম্পাদক সিদ্দিক আলম, আওয়ামী লীগ নেতা মোস্তাকিম, আজিজুর রহমান আজিজ, কামাল উদ্দিন, ইসমাইল কোম্পানী, বখতেয়ার ফারুক, জাবেদ হোসেন, হোসেন বাদশা, মো. ইয়াছিন, নাজিম উদ্দিন, আবুল বশর রুপন, গাজী আবদুল মান্নান, এমকে আলম সাজ্জাদ, কামাল উদ্দিন, লিটন দাস প্রমুখ উপস্থিত ছিলেন