নিহত হয়েছে ১৮ জন,৭০৫২ জনের বেশি আহত,গ্রেপ্তার হয়েছে ২৬৩০-ফখরুল

0
109

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালে ঢাকা মহানগরীসহ সারাদেশে বিএনপিসহ ১৮ দলীয় জোটের নিহত হয়েছে ১৮ জন, ৭০৫২ জনের বেশি আহত। গ্রেপ্তার হয়েছে ২৬৩০, বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে ৮২ হাজার এবং ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে ৪১ জন নেতাকর্মীকে।
fakrul-মির্জা ফখরুল
মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি সারাদেশে হরতালের সার্বিক চিত্র তুলে ধরে জানান, গতকাল সন্ধ্যা থেকে এ পর্যন্ত ঢাকামহানগরীসহ সারাদেশে নিহত ৩, আহত ১৮০০ জনের বেশি, গ্রেপ্তার পাঁচ শতাধিক, বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে ১৫ হাজারের বেশি নেতাকর্মীকে এবং ভ্রাম্যমাণ আদালত সাজা দিয়েছে ১৭ জন নেতাকর্মীকে।

তিনি আরো জানান, গত ২৫ অক্টোবর থেকে ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর ১৫২ নেতাকর্মী গ্রেপ্তার, ১৩০ আহত এবং ৩ জন নিহত হয়েছে।