নৈতিকতার শিক্ষা দেবে ‘সততা স্টোর’

0
58

শফিউল আলম, রাউজান ঃরাউজানের উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’ উদ্বোধনকালে বক্তারা বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় সু-শিক্ষিত হয়ে গড়ে উঠতে অগ্রনী ভূমিকা পালন করবে ‘সততা স্টোর’। বক্তারা আরো বলেন, সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কারণ প্রাইমারী স্তর থেকেই এই ধরনের নৈতিক শিক্ষার অভ্যাস রপ্ত করে কোমলমতি শিক্ষার্থীরা একদিন সমাজে সু-নাগরিক হিসেবে গড়ে উঠবে।
গতকাল ১৭ ফেব্রুয়ারী শনিবার সকালে ডাঃ রাজা মিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ সেবক লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন খাস্তগীরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোহাইমেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সিরাজদৌল্লাহ মণি, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন রানা, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, শিক্ষক শিব নারায়ন চৌধুরী, হাসনা আরা বেগম, কাকলী দাশ, অপর্ণা বড়–য়া প্রমুখ।
উল্লেখ্য ‘সততা স্টোর’ এ ২৫ প্রকারের শিক্ষা উপকরণ রাখা হয়েছে।