নোয়াজিশপুর তেলপারই খালে নিম্মমানের সেতু

0
53

শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজানের নোয়াজিশপুর তেলপারই খালের উপর নব নির্মিত সেতুর গোড়ালীতে ভাঙ্গন রোধে পাথরের বল্ক না বসিয়ে নির্মান কাজের বিলের টাকা তুলে নিয়েছে ঠিকাদারী প্রতিষ্টান। সেতুর গোড়ালীতে খালের ভাঙ্গন রোধে পাথরের বল্ক না বসানোর ফলে নব নির্মিত তেলপারই খালের ব্রীজের গোড়ালী ভেঙ্গে সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারছেনা । রাউজান উপজেলার ১৫ নং নোয়াজিশপুর ইউনিয়নের পশ্চিম নদীমপুর ফতেহনগর কামিল চৌধুরী বাড়ীর সংগ্লন্ন তেলপারাই খালের উপর সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তেলপারই খালের উর সেতু নির্মান করার টেন্ডার আহবান করলে ঠিকাদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজ তেলপারই সেতুর নির্মান কাজ নেয় । সাড়ে তিন কোটি টাকা ব্যায়ে তেলপারই সেতুর নির্মান কাজের মধ্যে সেতুর দুই পার্শ্বে গোড়ালীতে খালের ভাঙ্গন রোধে পাথরের ব্লক বসানোর কথা । ঠিকাদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজ তেলপারই সেতু নির্মান কাজ শেষ করার পর গত ছয়মাস পুর্বে সেতুটি উদ্বোধন করেন রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি । নব নির্মিত তেলপারই সেতুর দুই পার্শ্বের গোড়ালীতে খালের ভাঙ্গন রোধে পাথরের বল্ক বসানোর জন্য পাথরের ব্লক তৈয়ারী করা হলে ও ঠিকাদারী প্রতিষ্টান সেতুর গোড়ালীতে খালের ভাঙ্গন রোধে পাথরের ব্লক না বসিয়ে নির্মান কাজের বিলের টাকা উত্তোলন করে নেয় । সেতুর দুই পার্শ্বের গোড়ালীতে পাথরের ব্লক দিয়ে বাধ না দেওয়ায় সম্প্রতি প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানিতে নব নির্মিত তেলপারই সেতুর দুই পার্শ্বের গোড়ালীতে ভাঙ্গন সৃষ্টি হয়ে সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারছেনা । এলাকার লোকজন অভিযোগ করে বলেন, ঠিকাদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজ তেলপারই সেতুর নির্মান কাজ সম্পন্ন না করে নির্মান কাজের বিলের টাকা উত্তোলন করে নিয়েছে । নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার ঠিকাদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজের মালিককে ও রাউজান উপজেলা প্রকৌশলীতে তেলপারই সেতুর অসম্পন্ন কাজ সম্পন্ন করার জন্য দফে দফে তাগিদ দিলে ও তেলপারই সেতুর নির্মান কাজ শেষ করেনি । তেলপারই সেতুর নির্মান কাজ শেষ না করায় তেলপারই খালের ভাঙ্গনে নব নির্মিত তেলপারই সেতুর দুই পার্শ্বে গোড়ালী প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানির শ্রোতে ধসে পড়েছে । সেতুর দুই পার্শ্বে খালের ভাঙ্গন রোধে যে ব্লক তৈয়ারী করা হয়েছে ঐ ব্লক পাথরের কংক্রিট দিয়ে তৈয়ারী না করে ইটের কংকর দিয়ে তৈয়ারী করা হয়েছে বলে এলাকার লোকজন অভিযোগ করেন । এলাকার লোকজন অভিযোগ করে আরো বলেন, ঠিকাদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজ তেলপারই সেতু সংযুক্ত সড়ক ও ছিদ্দিক বাজার সড়কে নিম্মমানের ইট দিয়ে ব্রীক সলিংয়ের কাজ করে । নিম্মমানের ইট দিয়ে ব্রীক সলিংয়ের কাজ করায় সড়কে বিছানো নিম্মমানের ইট ভেঙ্গে গিয়ে সড়কের বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে । নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদারের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঠিকাদারী প্রতিষ্টানকে বারে বারে তাগিদ দেওয়া সত্বেও তেলপারই সেতুর নির্মান কাজ শেষ করেনি । সেতুর নির্মান কাজ শেষ না করায় প্রবল বর্ষন ও পাহাড়ী ঢলের শ্রোতের পানির শ্রোতে তেলপারই সেতুর দুই পার্শ্বে গোড়ালীর অংশ ধসে পড়ে সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারছেনা । নিম্মমমান্রে ইট দিয়ে তেলপারই সেতু সংযুক্ত সড়ক ও ছিদিবদক বাজার সড়কের ব্রীক সলিংয়ের কাজ করায় সড়কের মদ্যে বিছানো নিম্মমানের ইট ভেঙ্গে গিয়ে সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে । এ ব্যাপারে রাউজান উপজেলা প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন বলেন আমি রাউজান উপজেলা প্রকৌশলীর দায়িত্ব নেওয়ার পুর্বে তেলপারই সেতুর নির্মান কাজ হয়েছে ও নির্মান কাজের বিলের টাকা তুলে নিয়েছে । রাউজান উপজেলা প্রকৌশল অফিসের হিসাব রক্ষক দেলোয়ার হোসেন জানান তেলপারই সেতুর নির্মান কাজের বিলের টাকা তুলে নিয়েছে ঠিকাদারী প্রতিষ্টান চৌধুরী এন্টার প্রাইজ । তেলপারই সেতু সংযুক্ত সড়ক ও ছিদ্দিক বাজার সড়ক মেরামতের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে । তেলপারই সেতুর গোড়ালীর অংশ ধসে পড়া মেরামতের জন্য এখনো প্রস্তাব পাঠানো হয়নি ।