নৌ-পথ যাত্রী কল্যাণ সমিতি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

0
75

নৌ পথ যাত্রী
চট্টগ্রাম কর্ণফুলী নৌ’পথ যাত্রী কল্যাণ সমিতি নিয়ে কুচক্রী মহলের ষড়যন্ত্রের প্রতিবাদের ৯ মে, বিকাল ৪ টায় চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সংগঠনের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুল ইসলামের সঞ্চালনায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাজী মুহাম্মদ আলম ববি। এসময় উপস্থিত ছিলেন কালুরঘাট বালু ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মুহাম্মদ সেকান্দর আলম, মুহাম্মদ এনামুল হক, খোরশেদ আলম, মুহাম্মদ রেজাউল করিম রাজা, মুহাম্মদ হাসান, মুহাম্মদ মাসুম, মাহফুজুল হক চৌধুরী, আব্দুল জলিল প্রমুখ।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, কর্ণফুলী নৌ-পথ যাত্রীদের স্বার্থ রক্ষায় ষড়যন্ত্রকারীদের কবল থেকে সংগঠন রক্ষা করার পাশাপাশি কালুরঘাট বালু ব্যবসায়ী ও কেয়াঘাট নিয়ে একটি কুচক্রী মহল বিভিন্ন অপ্রচার চালিয়ে আসছে। কিন্তু অদ্যবদি চট্টগ্রাম কর্ণফুলী নৌপথ, নৌ-ঘাট অক্ষত ও বহাল রয়েছে। কর্ণফুলী নৌপথ যাত্রী কল্যাণ সমিতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেজিষ্ট্রার্ডকৃত একটি সংগঠন। বিগত ২৩ বছর ধরে যাত্রীদের কল্যাণে সেবামূলক কাজ করে সমিতির ঐতিহ্যকে ধরে রেখেছে। সেই সাথে যাত্রীদের প্রয়োজন মেঠাতে দীর্ঘদিনের এই ঐতিহ্যকে নস্যাৎ করতে ইতিমধ্যে মহলটি কালুর ঘাট, কেয়া ঘাট অবৈধ দখল করা হয়েছে মর্মে বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে। প্রকৃত পক্ষে কেয়াঘাটটি কেউ দখল করে নাই।