পটিয়ায় ক্ষুদ্র পোল্ট্রি খামারীদের ৫দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন

0
82

পোল্ট্রি খামারপটিয়া প্রতিনিধি॥
পটিয়া উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিলের অর্থায়নে ক্ষুদ্র পোল্ট্রি খামারীদের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার উপজেলা প্রাণী সম্পদ অফিসে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল হাশেমের সভাপতিত্বে এবং ভি এফ এ সুজিত কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফ্র আহম্মদ চৌধুরী টিপু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আকম সামশুজ্জমান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ আফরোজা বেগম জলি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ আলমগীর, ভেটেরিনারী সার্জন ডাঃ রাজীব চক্রবর্ত্তী, সাংবাদিক হারুনুর রশীদ ছিদ্দিকী। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী টিপু বলেন, পোল্ট্রি খামারীরা এ প্রশিক্ষণ গ্রহণ করে আধুনিক পদ্ধতি ব্যবহার করলে তার আর্থিক ভাবে লাভবান হবে। তাই এ প্রশিক্ষণের উপস্থিত থেকে প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা যে সমস্ত মূল্যবান পরামর্শ দিবেন তা, ভাল ভাবে গ্রহণ করে খামার পরিচালনার কাজে ব্যবহার করলে খামারীরা উকৃত হবে। এব্যাপারে উপজেলার প্রাণি সম্পদ অফিস ও উপজেলা নিবার্হী কর্মকর্তার অফিসের সাথে যোগাযোগ মতামত গ্রহণের আহবান জানানো হয়। এ প্রশিক্ষণে উপজেলার ৯০জন খামারী অংশগ্রহণ করেন।