পটিয়ায় প্রতিপক্ষের চুরিকাঘাতে জ্যোতিষী গুরুত্বর জখম

0
66

পটিয়া প্রতিনিধি॥
পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে নিউটন আচার্য্য নামের এক জ্যোতিষীকে উপর্যপরি চুরিকঘাতে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সে গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার কেলিশহর ইউনিয়নের আচার্য্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জ্যোতিষী নিউটন আচার্য্য বাদী হয়ে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আসামীরা হলেন, উপজেলার কেলিশহর ইউনিয়নের সন্তোষ আচার্য্যরে পুত্র বিশ্বজিৎ আচার্য্য, একই এলাকার মৃত ভগবান আচার্য্যরে পুত্র পরিতোষ আচার্য্য, তার ছোট ভাই সন্তোষ আচার্য্য, সন্তোষ আচার্য্যের পুত্র সঞ্জয় আচার্য্য, পরিতোষ আচার্য্যরে পুত্র চন্দ্রনাথ আচার্য্য।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কেলিশহর ইউনিয়নে আচার্য্যপাড়া এলাকায় জ্যোতিষী নিউটন আচার্য্যরে পরিবারের সাথে পার্শ্ববর্তী বিশ্বজিৎ আচার্য্যের পরিবারের সাথে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুর ২ টায় বিশ্বজিৎ আচার্য্যরে বিরোধকৃত জায়গাতে অনাধিকার প্রবেশ করে গালিগালাজ করতে থাকে। এতে জ্যোতিষী নিউটন আচার্য্য প্রতিবাদ করলে বিশ্বজিৎ জ্যেতিষীকে ধারালো চুরি দিয়ে জখম করে। এতে জ্যোতিষীর রক্ষকরন শুরু হলে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকৎসা দেয়। পরে শারীরিকি অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম জানান, ‘চুরিকঘাতের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’