পটিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা

0
67

পটিয়া প্রতিনিধি॥
পটিয়া উপজেলার বরলিয়া পশ্চিম বারৈকাড়া গ্রামে বিরোধপূর্ণ জায়গায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। যথাযথ পদক্ষেপ নেয়া না হলে যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে খোরশেদ আলম নামে এক ব্যক্তি পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসূত্রে জানা গেছে, পশ্চিম বারৈকাড়া গ্রামের সিরাজ মিয়ার পুত্র খোরশেদ আলমের সাথে স্থানীয় ওমর ফারুক সহ বেশ কয়েকজন পাশ্ববর্তী প্রতিবেশীর সাথে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত বিষয়ে খোরশেদ আলম পটিয়া থানায় অভিযোগ দায়ের করলে আগামী ২৫ এপ্রিল বিরোধপূণ জায়গা পরিমাণ করার সিদ্ধান্ত হয়। কিন্তু প্রতিপক্ষের লোকজন এর আগেই বিরোধপূর্ণ জায়গা সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করেছে বলে অভিযোগ করেছেন খোরশেদ আলম। খোরশেদ আলম জানান, বিরোধপূর্ণ জায়গা জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করলে পুলিশকে জানালে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দেয়। হঠাৎ করে গত বুধবার থেকে পুনরায় সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুরু করে প্রতিপক্ষরা। এতে বাধা দিতে গেলে প্রতিপক্ষরা নানা হুমকি ধুমকি দিচ্ছে। বর্তমানের তাদের পরিবার নিরাপত্তা হীনতায় ভোগছে বলে তিনি জানান।
পটিয়া থানার ওসি শেখ মুহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, এবিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।