পটিয়ায় হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

0
76

পটিয়ায় হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা ’১৬ কুসুমপুরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। হালিম-লিয়াকত স্মৃতি সংসদ পটিয়া পশ্চিম পরিষদের ব্যবস্থাপনায় প্রতিবছরের ন্যয় এবারো শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণী থেকে অঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুল ও মাদ্রাসা বিভাগের প্রায় হাজারের অধিক শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেন কেন্দ্র প্রধান নবী হোসাইন, কেন্দ্র সচিব মো. সোহেল, পরিচালক এইচএম এনামুল হক, উপ-পরিচালক (নিয়ন্ত্রক) আসহাব উদ্দীন মুরাদ, উপ-পরিচালক (সার্বিক) মামুন আমিন, কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ গোলাম কিবরিয়া, ফয়সাল করিম চৌধুরী, কেন্দ্র পর্যবেক্ষক (জেলা) নুরে রহমান, স্থানীয় পরিদর্শক ডা. জামাল আহমদ, মাওলানা নুরুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম, মো. ইসমাঈল, শহীদুল ইসলাম, উসমান প্রমুখ। ২০১৭ সালের ০১ মার্চ এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। কুসুমপুরা উচ্চ বিদ্যালয় ছাড়াও পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।