পটিয়া থানার ওসি সাথে বৌদ্ধ নেতৃবৃন্দের মতবিনিময়

0
54

পটিয়া প্রতিনিধি॥
আসন্ন বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সোমবার বিকেলে পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ সাথে পটিয়া অঞ্চলের বিভিন্ন বৌদ্ধ গ্রামের প্রতিনিধিবৃন্দ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৌদ্ধ সম্প্রদায়ের সংগঠক ও নিরাপদ সড়ক চাই পটিয়া উপজেলার সভাপতি সপু বড়–য়া’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের মনোরঞ্জন বড়–য়া, নাইখাইন বিহারের শান্তপদ বড়–য়া, করল বিহারের অনুকর বড়–য়া, পাইরোল বিহারে প্রজ্ঞা জ্যোতি বড়–য়া লিটন, লাখেরা বিহারের তুহিন বড়–য়া, বাকখালী বিহারের সিদুন বড়–য়া, মেহের আটি বিহারে তালাশ বড়–য়া, ঠেগঁরপুণি বিহারে তাপস বড়–য়া, ছত্তার পেটুয়া উৎপল বড়–য়া, কর্ত্তালা সুপ্রিয় বড়–য়া, স্বপন কুমার বড়–য়া, বরিয়া বিহারে বিপুল কান্তি বড়–য়া, বেলখাইন সুকুমার বড়–য়া, সুগিত বড়–য়া, মিলন কান্তি বড়–য়া, প্রদীপ কুমার বড়–য়া, পলাশ বড়–য়া, রূপন বড়–য়া, সুমন বড়–য়া চৌধুরী, মৃনাল কান্তি বড়–য়া, অঞ্জন বড়–য়া, নিকাশ কান্তি বড়–য়া প্রমুখ। সভায় বক্তারা আসন্ন বৌদ্ধ সম্প্রদায়ের শুভ প্রবারণা পূর্ণিমা সুষ্ট ও নিরাপত্তা সহিত পূর্ণিমা উৎসব উদযাপন করার জন্য পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার কামনা করেছেন।
এ সময় পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, শুভ প্রবারণা পূর্ণিমা উৎসবে যাতে করে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে পুলিশ প্রশাসনের নজরদারি বৃদ্ধি করা হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতায় আশ্বাস প্রদান করেন।