পটিয়া রাহাত আলী স্কুলের পর্যালোচনা সভা

0
56

পটিয়া প্রতিনিধি॥ ১৮মার্চ দক্ষিণ দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উৎসব উপলক্ষে শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এক পর্যালোচনা সভা বুধবার সন্ধ্যায় বিদ্যালয়ের উদযাপন পরিষদ অফিসে অনুষ্ঠিত হয়।

শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ও পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পর্যালোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও প্রবীন শিক্ষক এস এম মুছা, বিশিষ্ট রাজনীতিবিদ স ম ইউনুস, বিশিষ্ট শিশু সংগঠক ও রাজনীতিবিদ আয়ুব বাবুল, সাংবাদিক নুরুল ইসলাম, শতবর্ষ উদযাপ পরিষদের প্রচার কমিটির সদস্য সচিব সাংবাদিক শফিউল আজম, ক্রীড়া সংগঠক আবুল কালাম বাবুল, বিশিষ্ট রাজনীতিবিদ মো. আলী হোসাইন, মো. লিয়াকত আলী, মো. ইমরুল কায়েস
পর্যালোচনা সভায় আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য বিদ্যালয়ের শতবর্ষ উৎসব সফল করতে স্বস্ব দায়িত্বকে গুরুত্ব দিয়ে কাজ করার আহবান জানান উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ও পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ। এবং ইতোমধ্যে যে কাজগুলো অসমপূর্ণ রয়েছে তা দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন তিনি।