পটিয়া সম্মিলিত বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন

0
79

বর্ষবরণ উৎসব
পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ ১৪২৩ বাংলার উদ্যোগে বর্ষবরণ উৎসব উপলক্ষ্যে ব্যাপক আয়োজনের মাধ্যমে মঙ্গলশোভযাত্রার র‌্যালী, সংবর্ধনা প্রদান, পুরস্কার বিতরণ, বেতার-টিভি শিল্পিদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ১৪ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সামশুল হক চৌধুরী এমপি। পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের চেয়ারম্যান সামশুল আলম বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিম উদ্দীন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ, ইউএনও আবুল হাশেম, সাবেক ইউএনও রোকেয়া পারভীন, এসিল্যান্ড গৌতম বাড়ৈ, রাজনীতিবিদ আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সামশুদ্দীন আহমদ, সামশুজ্জামান চৌধুরী, সিডিএ বোর্ড সদস্য আমম টিপু সুলতান চৌধুরী, মৃণাল কান্তি বড়–য়া, ছগীর মোহাম্মদ, মু. ছৈয়দ চেয়ারম্যান, আইয়ুব বাবুল, আলমগীর আলম, নাছির উদ্দীন, অভিজিৎ বড়–য়া মানু, মাষ্টার শ্যামল দে, পটিয়া স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ভগিরত দাশ, সোহেল মো. নিজাম উদ্দীন, চ.প.বি.সমিতি-১ এর সভাপতি আলমগীর খালেদ, বিশ্বজিৎ দাশ। সংবর্ধিত অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মহসিন খান, এড. হরিসাধন দেব ব্রক্ষ্মণ, সাংবাদিক শামসুল হক। বক্তব্য রাখেন প্রণব কুমার দাশ, শহিদুল আলম, সুবোদ চন্দ্র রায়, কামরুল ইসলাম, সাজ্জাদ সুদম, সাজ্জাদুল বশর চৌধুরী, আবদুল্লাহ ফারুক রবি, আবু তৈয়ব সোহেল, পারভেজ উদ্দীন, শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ১৪২৩ বাংলা বর্ষবরণ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রকাশিত স্বারক ‘বৈশাখ’ এর মোড়ক উন্মোচন করেন সামশুল হক চৌধুরী এমপি। আগের দিন বুধবার বিকেলে বর্ষবিদায় অনুষ্ঠান একই স্থানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিতি ছিলেন পৌরমেয়র অধ্যাপক হারুনুর রশিদ। এতে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।