পটিয়া সরকারি কলেজ’র সাবেক অধ্যক্ষ আর নেই

0
70

শফিকুল আলম
পটিয়া প্রতিনিধি॥ পটিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল আলম বৃহস্পতিবার রাত ১০.৩০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। মরহুমের বাড়ি পটিয়া পৌর সদরের বাহুলী গ্রামে। তিনি কিছুদিন ধরে ডায়াবেটিস, কিডনী ও হৃদরোগে ভুগছিলেন। মরহুম শফিকুল আলম দীর্ঘ ৩৫ বছর যাবৎ পটিয়া সরকারি কলেজে বাণিজ্য বিভাগের অধ্যাপক ছিলেন। ২০০৪ সালে তিনি পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান। মরহুম শফিকুল আলম মৃত্যুকালে দুই ছেলে এক মেয়েসহ অসংখ্যা শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে যান। গতকাল শুক্রবার পটিয়া শাহচান্দ আউলিয়া আলিয়া মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। উক্ত জানাযায় পটিয়ার পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি সাবেক পৌর মেয়র সামশুল আলম মাস্টার, পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরল ইসলাম সওদাগর, শাহচান্দ আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোক্তার আহম্মেদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও তার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তার নামাজে জানাযায় ইমামতি করেন শাহচান্দ আউলিয়া মাদ্রাসার মাজার ও মসজিদ ওয়াকফ কমিটির সভাপতি মাওলানা নুরুল কবির আল কাদেরী। মরহুমের নামাজে জানাযা শেষে বাহুলীস্থ তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।