পতেঙ্গায় নকল ‘টিএসপি’ সার কারখানার সন্ধান

0
171

পতেঙ্গা এলাকায় নকল ‘টিএসপি’ সার কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই কারখানা থেকে প্রায় ৪০০ টন নকল টিএসপি সার জব্দ করেছে র‌্যাব।
সোমবার (১৫ জুলাই) পতেঙ্গার টিএসপি গেইটের খালপাড় হাদিপাড়া এলাকায় রাতে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব নকল সার জব্দ করা হয়।

এসময় নকল সার কারখানার মালিক রিপনকে (৪০) আটক করা হয় বলে জানায় র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টিএসপি গেইটের খালপাড় হাদিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০০ টন নকল সার জব্দ করা হয়েছে। নকল সার কারখানার মালিক রিপনকে আটকত করা হয়েছে।

মিমতানুর রহমান জানান, ঢাকা থেকে টিএসপি সারের লোগো লাগানো বস্তা কিনে আনে ৫০-৬০ টাকায়। এসব বস্তায় নকল সার প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে আসছে এ চক্র।

অভিযানে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানসহ র‌্যাবের কর্মকর্তারা অংশ নেন।