পতেঙ্গায় বেগম রোকেয়া স্বর্ণ পদক বৃত্তি পরীক্ষা শুরু

0
104

নিজস্ব প্রতিনিধি

নারী শিক্ষার অগ্রণীদূত এবং নারী জাগরণের মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত একটি উজ্জ্বল নাম। সেই উজ্জ্বল নক্ষত্রকে পতেঙ্গায় আলোকিত করতে কোমলমতি ছাত্র ছাত্রীদের জন্য ১ম আয়োজন বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণ পদক বৃত্তি পরীক্ষা-২০১৪।

১৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা হতে স্টীল মিলস হাই স্কুলে প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণের বৃত্তি পরীক্ষাটি পতেঙ্গা শিক্ষা ফাউন্ডেশন আয়োজন করে । শিক্ষক ও সংগঠক মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ৪০নং ওয়ার্ডের যুব সমাজ সেবক ও শিক্ষানুরাগী মঞ্জুরুল আলম মঞ্জু, অধ্যক্ষ দিদারুল আলম, সিঃ শিক্ষক দিদারুল ইসলাম, শিক্ষক মাহফুজ চৌধুরী, শিক্ষক আবু নোমান, শিক্ষক সাইদুল হক, সংগঠক নিজাম উদ্দিন, দেলোয়ার হোসেন দুলাল ও আলতাফ হোসেন প্রমুখ। এছাড়া বৃত্তি পরীক্ষায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও আয়োজক কমিটির সাথে মত বিনিময় করেন ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজ্বী আব্দুল বারেক কোং। পরিদর্শনকালে অতিথিবৃন্দরা বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুদ না হলে উচ্চ শিক্ষায় ছাত্র-ছাত্রীরা পিছিয়ে থাকবে। তাই শিক্ষার মূল ভিত্তি ঠিক রেখে সৃজনশীল পদ্ধতি চালু করা সমুচিৎ হবে। অন্যথায় সঠিক শিক্ষা থেকে আগামী প্রজন্ম ঝরে পড়বে।