পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালান থেকে তাজিয়া মিছিল

0
79

তাজিয়া মিছিলপবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে মিছিলটি বের হয়।

এতে নেতৃত্ব দিচ্ছেন হোসনি দালান ইমাম বাড়ার অন্যতম নেতা ও তাজিয়া মিছিল কমিটির সভাপতি মীর জুলফিকার আলী। মিছিলটি শহরের বিভিন্ন জায়গা ঘুরে ধানমন্ডির জিগাতলা গিয়ে শেষ হবে।
তাজিয়া মিছিল
শিয়া সম্প্রদায়ের নারী-পুরুষ নির্বিশেষ শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ মিছিলে অংশ নিয়েছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, রঙিন পতাকা নিয়ে ‘হায় হোসেন হায় হোসেন’ স্লোগানে এ মিছিল এগিয়ে চলছে। উৎসুক জনতা রাস্তার দুপাশে দাঁড়িয়ে এতিহ্যবাহী এ তাজিয়া মিছিল দেখতে।

উল্লেখ্য, ১৩৭৫ বছর আগে ৬১ হিজরির ৬ মহররম কারবালার ময়দানে ইয়াজিদ সেনাদের হাতে শহীদ হন মহানবী হযরত মুহম্মদ(স.) এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.)। বাংলাদেশের শিয়া সম্পদায় প্রতিবছরই যথাযথ ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করে।