পবিত্র মিনাতে অলৌকিক ভাবে জন্ম নিলেন এক শিশু

0
64
সৌদিআরব প্রতিনিধি::
হজের নিয়তে ইহরাম বেঁধে লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান-নি’মাতা লাকা ওয়াল মুলক’ ধ্বনিতে মুখর যখন মক্কার পবিত্র মিনা নগরী। যেখানে কমপক্ষে ২০ লাখ হজযাত্রী মিনায় সমবেত হয়েছেন।
পবিত্র হজের প্রথম দিন মঙ্গলবার মিনা আল-ওয়াদি হাসপাতালে এমন একটি অলৌকিক ঘটনা ঘটে গেল তা কল্পনাও করা যায় না। ঠিক এমনি একটি ঘটনা ঘটলো
পবিত্র মিনাতে। একজন মহিলা হাজী মহান আল্লাহ পাকের অশেষ রহমাত লাভ করে একটি পুত্র সন্তান প্রসব করেছেন।
আল-ওয়াদি হাসপাতালে পরিচালক মোহাম্মদ মালাইবারি জানিয়েছেন, ঐ মহিলার গর্ভে শিশুটির জন্ম হয়।  মা ও শিশু সুস্থ আছে বলেও জানান তিনি।
অথচ এই নারীর এই সময়ে মা হওয়ার কোন কথায় ছিল না। গর্ভবতী হাজী মা হওয়ার অনেকদিন বাকি ছিল। তবে আল্লাহ পাকের রহমতে কিছুটা অলৌকিকভাবে পবিত্র হজ পালন করতে এসে পাকিস্তানী ওই নারী সন্তানের জন্ম দিয়েছেন।
এবারের হজে এই প্রথম কোনো হাজি সন্তানের জন্ম নিলেন। শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী।
শিশুটির বাবা জানান, মিনায় পৌঁছানোর পরপরই তার স্ত্রীর প্রসব যন্ত্রণা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে মিনা আল-ওয়াদি হাসপাতালে নিয়ে আসা হয়। পবিত্র স্থানে সন্তানের জন্ম হওয়ায় খুশি ওই ব্যক্তি।
তিনি হাসপাতালের কর্মীদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।