পরিবহন সেক্টরে হায়রানি বন্ধে মেয়রের সহযোগিতার আশ্বাস

0
68

চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের সাথে মেয়রের অনির্ধারিত বৈঠক

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ আজ রবিবার দুপুরে সিটি কর্পোরেশন কনফারেন্স হলে সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীনের সাথে অনির্ধারিত এক বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ গণ-পরিবহন ও পুণ্যপরিবহনের উপর প্রশাসন ,পুলিশ , বিআরটিএ এর হয়রানি এবং স্থানে স্থানে চাঁদাবাজদের উৎপাত, দুর্বৃত্তায়নের কথা সিটি মেয়রকে অবহিত করেন। পরিবহনের উপর এই হয়রানি বন্ধের সিটি মেয়র সহযোগিতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, পরিবহন সেক্টরের এই হায়রানির বিরুদ্ধে মালিক, শ্রমিকরা আজ ঐক্যবদ্ধ। তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই ধরণের বিশৃংখলা থেকে উত্তরণের বিকল্প পথ খুঁজছে চট্টগ্রাম জেলা সড়ক মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও শ্রমিকরা। তাই বৃহত্তর চট্টগ্রামের পরিবহন সেক্টরের জড়িত ব্যক্তিরা অতি শিঘ্রই অনিদিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিতে পারে বলে নেতৃবৃন্দ সিটি মেয়রকে অবহিত করেন।
সিটি মেয়র তাদের বক্তব্য শুনে বলেন , উন্নয়নের প্রবেশদ্বার চট্টগ্রাম। পরিবহনের সাথে বিভাজন সৃষ্টি ,পরিবহন মালিক শ্রমিকদের হয়রানি করে সরকারের চলমান উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত কোনোভাবে কারো কাম্য হতে পারে না। দেশের উন্নয়ন যারা চায় না, এমন কারো প্ররোচনায় ,উস্কানিতে যাতে উন্নয়ন ব্যাহত না হয় সেই জন্য আমাদের সকলকেই সজাগ দৃষ্ঠি রাখতে হবে। সিটি মেয়র আরো বলেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বিষয় হচ্ছে অস্থিতিশীলতা । এই অস্থিতিশীলতা রাজনৈতিক পরিস্থিতি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে। উৎপাদন ব্যাহত হয়। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে দেশ সম্পর্কে নেতিবাচক বার্তা যায়। এই অশুভ তৎপরতা বন্ধের জন্য সিটি মেয়রের পক্ষ থেকে সর্বাতœক সহযোগিতা থাকবে বলে পরিবহন নেতৃবৃন্দকে আশ্বাস্থ করেন মেয়র। এই সময় চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম রসুল বাবুল, সহ সভাপতি মো. ইউনুচ কোম্পানী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, হাবিবুর রহমান চৌধুরী, মোহাম্মদ কলিম উল্লাহ, অহিদুল নুর কাদেরী, শহিদুল ইসলাম , মনছুর রহমান, শালেহ আহম্মদ, সিরাজ উদ দৌল্লাহ নিপু, হারুন উর রশিদ মিন্টু প্রমুখ।