পশ্চিম গহিরা শান্তিময় বিহারে ধর্মসভা অনুষ্টিত

0
75

মহাস্থবির
শফিউল আলম, রাউজানঃ রাউজানের পশ্চিম গহিরা শান্তিময় বিহার মাঠে ভদন্ত শান্তিজ্যেতি স্থবির মহাস্থবির হিসাবে বরন উপলক্ষে বিশাল বৌদ্ব ধর্মীয় অনুসরীদের বিশাল ধর্মসভা অনুষ্টিত হয় । ২দিন ব্যাপী বৌদ্ব ধর্মীয় সভায় ভদন্ত শান্তিজ্যেতি স্থবির মহাস্থবির হিসাবে বরন অনুষ্টানে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা ও রাউজানের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার বৌদ্ব ধর্মীয় অনুসারী নারী পুরুষ, যুবক যুবতী, কিশোর কিশোরী এসে পশ্চিম গহিরা শান্তিময় বিহারের মাঠকে মুখরিত করে তোলেন । গত ১৭ মার্চ বৃহস্পতিবার থেকে আজ ১৮ মার্চ শুক্রবার ২দিন ব্যাপী এই ধর্মীয় অনুষ্টানে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করা হয় । অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ মহাসভার উপ সংঘরাজ স্মৃতিধর ভদন্ত শীলানন্দ মহাস্থবির। অনুষ্টানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভদন্ত ধর্মসেন মহাস্থবির, অনুষ্টানের উদ্বোধন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ভদন্ত অজিতানন্দ মহাস্থবির । প্রথম দিন গত বৃহস্পতিবারের অনুষ্টানে অনেক ধর্মীয় মহাথেরো সহ ভিক্ষুরা উপস্থিত হয়ে ভদন্ত শান্তিজ্যেতি স্থবির মহাস্থবির হিসাবে বরন করে নেয় । গতকাল ১৮ মার্চ শুক্রবার অনুষ্টানের শেষ দিনে ভদন্ত ধর্মসেন মহাস্থবিরের সভাপেিতত্বে বৌদ্ব ধর্মীয় সভায় প্রদঅন অতিথি হিসাবে বক্তব্য রাখেন হংক থেকে আগত ভদন্ত অধ্যাপক ধর্মজ্যোতি মহাথেরো । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, অনুষ্টানে শেষ দিনে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বৌদ্ব ধর্মীয় আলোচকরা অনুষ্টানে বক্তব্য রাখেন । অনুষ্টানে রাউজান পৌরসভার কাউন্সিলর রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর আলী উপস্থিত ছিলেন ।