রুপচান্দনগর গ্রামে সম্মিলিত মিলাদুন্নবী (সাঃ) ২৭ নভেম্বর

0
132

 রাউজানের ১১নং পশ্চিম গুজরা ইউনিয়নের উত্তর গুজরা (রুপচান্দনগর) গ্রামের ১৩টি বাড়ির উদ্যোগে আগামী ২৭ নভেম্বর, বুধবার বাদ মাগরিব স্থানীয় ঈদগা ময়দানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকল্পে এক সভা গত ১৫ অক্টোবর, শুক্রবার সকাল ১০টায় তকি সিকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে হযরত আলহাজ্ব ওসমান আলী মাস্টার (রহঃ), মরহুম তকি সিকদার, মরহুম জোবেদ আলী মাস্টার, মরহুম খলিল আহমেদ মাস্টার, মরহুম মনোহর আলী মুন্সি, মরহুম মৌলানা জমির হোসেন, মরহুম ইউনুস প-িত, মরহুম কমর আলী সিপাহী, মরহুম নোয়াব আলী মুন্সি, হযরত রুপচান্দশাহ ফকির (রহঃ), মরহুম মনোমুন্সি, মরহুম রওশন তালুকদার এবং মুন্দার বাড়ির প্রতিনিধিদের উপস্থিতিতে সভাপতিত্ব করেন আবদুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দানবীর আলহাজ্ব আবদুস সালাম। সূচনা বক্তব্য দেন ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এ.কে ফজলুল হক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান লেখক-সাংবাদিক শওকত বাঙালি। রাউজানের বড়মাস্টার খ্যাত আধ্যাত্মিক পুরুষ হযরত আলহাজ্ব ওসমান আলী মাস্টার (রহ.)’র সুযোগ্য সন্তান মো. এমদাদুল হকের পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-অধ্যাপক আশরাফ উদ্দীন, মো. মজিবুল হক, মো. ইউছুফ, মো. আবু তৈয়ব, মো. পারভেজ, মো. শওকত জালাল, মো. শওকত হাফেজ, মো. ইফু, মো. শওকত আজিম, মো. শওকত নাজিম, মো. শওকত আকবর, মো. জুয়েল, সোলাইমান মেম্বার, মোহাং ফিরোজ আহম্মদ, মো. মাহবুব আলম, মো. করিম, মনির আহমেদ, মো. বখতেয়ার উদ্দীন, মোহাং ছরোয়ার উদ্দীন, জয়নাল আবেদীন, আবদুল মোতালেব সওদাগর, মোহাম্মদ লোকমান, হাজী সামছুল আলম, আরমান, শেখ জাহেদ, জালাল উদ্দীন, রুবেল, মিজান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ্ব আবদুস সালামকে চেয়ারম্যান, মো. এমদাদুল হককে মহাসচিব করে ১৫ সদস্য বিশিষ্ট মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- কাজী সফিউল আলম, সোলায়মান মেম্বার, মো. লোকমান, মো. শামসু মেম্বার, আবদুল মোতালেব সওদাগর, মো. ওসমান, বজল আহমদ জুনু, মো. মহিউদ্দিন, মো. জালাল আহমদ, মো. ইউসুফ, মো. তৈয়ব, মোহাং ছরোয়ার উদ্দীন, জয়নাল আবেদীন। কমিটির পরবর্তী সভা আগামী ১৮ নভেম্বর, সোমবার, বাদ মাগরীব, নগরীর লালখান বাজার বাঘঘোনাস্থ আবদুস সালামের বাসভবনে অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা বলেন, গ্রামের ঐতিহ্য ফিরিয়ে আনতে এবং মহানবীর অনুপম আদর্শে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষে সম্মিলিতভাবে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এতে গ্রামের সকলকে দলমত নির্বিশেষে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে বক্তারা আরো বলেন, আগামীতে সমাজের উন্নয়নে নানামুখী ভূমিকা পালনের উদ্যোগ নেয়া হবে। ক্যাপশান : পশ্চিম গুজরায় সম্মিলিত ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখছেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুস সালাম।