পশ্চিম বাকলিয়া আ. লীগের জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

0
128

প্রেস রিলিজ>>পশ্চিম বাকলিয়া আ. লীগে১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের এক প্রস্তুতি সভা গত শনিবার বিকালে চসিকের সাবেক কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলমের বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক চসিকের সাবেক কাউন্সিলর মো. শহিদুল আলম। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস কোম্পানীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি ননী গোপাল নাথ, প্রফেসর মোহাম্মদ সিকান্দার, মুক্তিযোদ্ধা মো. মুছা, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা মাসুদ করিম টিটু, সম্পাদক মন্ডলীর সদস্য নাজিম পাশা, জাহেদ মুরাদ, মোহাম্মদ মহসিন, কামাল আহমদ, সরওয়ার আলম, ইউনিট সভাপতি মোহাম্মদ রফিক, মোহাম্মদ আলী, মোহাম্মদ ফারুক, শ্রমিক নেতা ফরিদুল আলম সরকার, যুবনেতা জিগার, ফারুক প্রমুখ।
সভায় জাতীয় শোক দিবসের নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিগুলো হল ১৫ আগস্ট শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলন। বাদ জুমা ইউনিট ভিত্তিক প্রধান জামে মসজিদগুলোতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন।
এতে ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতা-কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউনুস কোম্পানী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম।