পাকিস্তানে মাজারে বিস্ফোরণে নিহত ৩০, আহত শতাধিক

0
69

পাকিস্তানপাকিস্তানের বিতর্কিত বেলুচিস্তান প্রদেশের জনপ্রিয় একটি মাজারে বোমা বিস্ফোরণে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০০ জন।

শনিবার সন্ধ্যায় দেশটির লাসবেলা জেলার কিছু দূরের একটি অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, বিস্ফোরণের ঘটনাটি এমন সময় ঘটে যখন, লাসবেলা জেলার দরগাহ শাহ নুরানী মাজারে ‘ধাম্মাল’ নামে সুফি জলসায় বহু উপাসকমণ্ডলী উপস্থিত ছিলেন। যাদের মধ্যে বহু নারী ও শিশুও ছিলো।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই বিস্ফোরণে ‘বেশকিছু’ মানুষ নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন।

তবে ইধি ট্রাস্ট ফাউন্ডেশনের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে বলেন, এই বিস্ফোরণে নারী ও শিশুসহ প্রায় ৩০ জন নিহত ও প্রায় ১০০ জন আহত হয়েছে। অন্যদিকে ট্রাস্টের হাকীম লাচ্ছি বলেন, ‘আমাদের স্থানীয় ফোকাল ব্যক্তি বলেছে যে, বিস্ফোরণে প্রায় ৩০ মানুষ নিহত হয়েছে।’
তবে তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠীই এই বিস্ফোরণের দায় শিকার করেনি।