পানছড়িতে ৩ প্যাথলজি সেন্টারকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
66

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক তিনটি প্যাথলজি সেন্টার থেকে মোট দশ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম নের্তৃত্বে ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. আরিফুল ইসলাম উপস্থিতিতে বুধবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন।

জনসেবা ডায়াগনস্টিক সেন্টার, মালিক ফারুক হোসেন, এক্সরে রুম ঠিক না থাকায় এবং লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে যাওয়াই ১৯৪০ এর ঔষধ আইনে ২৭ ধারায় দুই হাজার টাকা জরিমান ও মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশে ১৯৮২ আইনে ৬ এর ১ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সেন্টার পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার, মালিক আজিত সাহা, লাইসেন্স এর মেয়াদ শেষ হয়ে যাওয়াই মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশে ১৯৮২ আইনে ১৩ এর ১ ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পানছড়ি প্যাথলজি সেন্টার, মালিক অনুপ দত্ত চাকমা, অপরিচ্ছন থাকায় মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশে ১৯৮২ আইনে ১৩ এর ১ ধারায় দুই হাজার জরিমানা করা হয়।