পানিবাহিত রোগের কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি

0
69

নগরের হালিশহরের কিছু এলাকায় পানিবাহিত রোগের (হেপাটাইটিস-ই ভাইরাস) প্রাদুর্ভাবের কারণ জানতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

পানিবাহিত রোগে মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার প্রকৃত কারণ জানতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে চসিকের ডা. বিদ্যুৎ দাশগুপ্তকে প্রধান এবং দু্ই স্বাস্থ্যকর্মীকে সদস্য করা হয়েছে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা  বলেন, ‘হালিশহরের কিছু এলাকায় পানিবাহিত রোগ হেপাটাইটিস-ই ভাইরাস নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়েছে। এর প্রকৃত কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী বলেন, ‘হালিশহরে পানিবাহিত রোগ হেপাটাইটিস-ই ভাইরাস ও জন্ডিস রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাই এর প্রকৃত কারণ জানতে চসিকের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনায় ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ তদন্ত কমিটির সদস্যরা ইতিমধ্যে কাজ শুরু করেছে। তদন্ত কমিটিকে বুধবারের (২৭ জুন) মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।