পাহাড়তলী নজরুল ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

0
80


শফিউল আলম, রাউজান:

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণকৃত রাউজান উপজেলার প্রাচীন সামাজিক সংগঠন পাহাড়তলী নজরুল ক্লাবের উদ্যোগে অসহায় দুঃস্তদের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত শনিবার ক্লাব প্রাঙ্গনে লায়ন ক্লাব অব চিটাগং কর্ণফুলী ও কনফিডেন্স সিমেন্ট লি. এর সহযোগীতায় ১৫০ জন অসহায় ও দরিদ্রদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাক্তন লায়ন গভর্ণর ও কনফিডেন্স সিমেন্ট লি. এর পরিচালক লায়ন রূপম কিশোর বড়–য়া। ক্লাব সভাপতি রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণী সভায় বিশেষ অতিথি ছিলেন লায়ন ক্লাব অব চিটাগং কর্ণফুলীর প্রেসিডেন্ট আলাউদ্দিন আহমদ চৌধুরী, লায়ন শওকত হাছান, লায়ন ইফতেখার খান চৌধূরী এম.জে.এফ, মোহাম্মদ মুছা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুন নবী, সুজন প্রসাদ বড়–য়া ও স্মরণ প্রসাদ বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক গাজী নুরুল ইসলাম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক খোরশেদুল ইসলাম চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি একেএম নজরুল চৌধুরী, তারেক চৌধুরী ও আনিসুজ্জামান চৌধুরী, লিও ইব্রহীম, লিও জাফর, লিও রাফি, লিও বাবলু, ক্লাব কর্মকর্তা শেখ জাফর, সাইফুল ইসলাম মুন্না,আরিফুল ইসলাম চৌধুরী, শওকত হোসেন তালুকদার, নোভেল, সোহেল রানা প্রমুখ। সভায় বক্তারা বলেন, মানবতাই মহৎ ধর্ম। যেখানে মানবতা নেই সেখানে ধর্মের অস্তিত্ব নেই। জাত, ধর্ম, বর্ণের ভেদাভেদ না করে আমরা প্রত্যেকে যদি স্ব স্ব সামর্থ্যানুসারে মানবতার তরে কাজ করি তাহলে আগামী প্রজন্মকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে পারব।