পাহাড়ের পাদদেশে তৈরি শত শত ঘর ঝুঁকির মুখে

0
99

বর্ষণের কারণে রাঙামাটি শহরে বেড়েছে, পাহাড় ধসের ঘটনা। গত কয়েকদিনে শহরের বিভিন্ন জায়গায় পাহাড় ধস হয়েছে।

এতে প্রাণহানি না হলেও; পাহাড়ের পাদদেশে তৈরি শত শত ঘর ঝুঁকির মুখে পড়েছে। ফলে, বসবাসকারিদের মধ্যে বেড়েছে, আতংক। এরইমধ্যে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাশে বসবাসকারি ১২০টি পরিবারকে সরিয়ে নিয়েছে প্রশাসন। বাকিদেরও বলা হয়েছে, সরে যেতে।

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে এখন পাহাড়ই হয়ে উঠেছে মানুষের জীবন ঝুঁকির কারণ। নির্বিচারে পাহাড় কেটে জেলার এখানে সেখানে বানানো হয়েছে অসংখ্য বসতি। যাতে বসবাস করছে হাজার হাজার মানুষ। আর সেসব মানুষই এখন চরম ঝুঁকিতে। কারণ, সবগুলো ঘরই বানানো হয়েছে খাড়া পাহাড়ের নিচে। তাই, তাদের অনেককে এরইমধ্যে নিয়ে যাওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে।

গেল কয়েকদিনের টানা বর্ষণে বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে শহরে। এছাড়া ব্যাপক ভাঙ্গন দেখা দেয়ায় ভূমি ধসের ঝুঁকি বেড়েছে অনেক জায়গায়। তাই শহরের ওমদামিয়া পাহাড়, স্বর্ণটিলা ও পুলিশ লাইন এলাকায় সড়কে যানবাহন চলাচল সীমিত করে দিয়েছে প্রশাসন।

ঝুঁকি এড়াতে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য মাঠে রয়েছে প্রশাসনের টিম। এছাড়া এখনো যেসব এলাকার মানুষ ঝুঁকি নিয়ে রয়ে গেছে তাদের দ্রুত নিরাপদে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।