পিতা-মাতার আনুগত্য ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়

0
89

মাতা-পিতা
পটিয়া উপজেলার আলমদার পাড়া গ্রামের সামাজিক সংগঠন মুক্তধ্বনি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন গত শুক্রবার রাতে বাইতুল মোকারম বড় জামে মসজিদ পশ্চিম পাশস্থ মাঠে সম্পন্ন হয়েছে। আল্লামা ছৈয়দ মাওলানা হোসাইন আহমদ মাদানী (র:) এর খলিফা আল্লামা শেখ নোমান এর সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন আনোয়ারা ফার্টিলেজার কোম্পানি লি. জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি আবুল কাশেম যশোরী, প্রধান বক্তা ছিলেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা কাজী আখতার হোসেন, বিশেষ মেহমান ছিলেন হাইদগাঁও নজু মিয়া শাহী মসজিদের খতিব হেলাল উদ্দীন জিহাদী, আলমদার পাড়া বাইতুল মোকারম বড় জামে মসজিদের খতিব আল্লামা আবদুল গফুর। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট আবদুল গণি, জহির উদ্দীন মেম্বার, নুরুল হক তালুকদার, মনছুর আলমদার, মাকসুদ আলমদার, আবদুল গফুর, এডভোকেট আবদুর রশিদ দৌলতি, বেলাল আলমদার, মাহাবুবুল আলম আলমদার, উসমান আলমদার, কাজী মো. গিয়াস উদ্দীন, আলমগীর হোসেন তালুকদার, মুক্তধ্বনি সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. রাসেল আলমদার, এম. মঈনুদ্দীন আলমদীর, মো. শহীদ, মঈনুল হক আলমদার, আনোয়ার হোসেন আলমদার, মনছুরুল হক আলমদার, উসমান গনি, ইনজামুল হক আলমদার প্রমুখ।
ইসলামী মহাসম্মেলনে বক্তারা বলেন, পিতা মাতার আনুগত্য ছাড়া আল্লাহর নৈকট্য লাভ করা সম্ভব নয়। পিতা মাতা সন্তানের প্রতি সন্তুষ্ট থাকলে রাসূল (সা:) খুশি হয় এবং এতে আল্লাহ পাক রাজি থাকে। যারা সুদ, ঘুষ, অশ্লীলতা, বেহায়পনা, দুর্নীতি, অন্যায়ের সাথে জড়িত তাদেরকে তা থেকে সড়ে এসে ভালো পথে আসার আহবান জানানো হয়।