পিলখানা সেনা হত্যা দিবসে কল্যাণ পার্টির দোয়া মাহফিল

0
91

আজ বিকাল ৪টায় বাংলাদেশ কল্যাণ পার্টির উদ্দ্যাগে পিলখানা সেনা হত্যা দিবস উপলক্ষ্যে দোয়া মাহাফিল ও আলোচনা সভা চট্টগ্রাম মহানগর কল্যাণ পার্টি সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়সের সভাপতিত্বে মহানগর কার্য্যলয় অনুষ্ঠিত হয়। সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কল্যাণ পার্টি সভাপতি প্রকৌশলী ফরিদ উদ্দিন খান, মহানগর সহ-সভাপতি এডভোকেট জহুরুল হক আনসারী, উত্তর জেলার সভাপতি দিদারুল আলম সুমন, বাংলাদেশ ম্যাপের সভাপতি ওসমান গণি টিকাদার, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমদ, দক্ষিণ জেলা জাতীয় পার্টির সভাপতি মহিউদ্দিন বকুল, কল্যাণ পার্টির মহানগর যুগ্ম সম্পাদক মোঃ মহিউদ্দিন, উত্তর জেলা কল্যাণ পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, এলডিপি নেতা নুরুল আজগর চৌধুরী, বিএম সাঈদুল হক প্রমুখ।
সভার শুরুতে শহীদের রুহের আত্মার মাগফেরাত কামনা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আকরাম উদ্দিন।
সভায় সভাপতির বক্তব্যে বলেন, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্র“য়ারী ৩৬ঘন্টার নায়কীয় বি.ডি.আর হত্যাযঙ্গে ঝরে গিয়াছিল বাংলাদেশ সেনা বাহিনীর ৫৭ জন চৌবাগ অফিসার সহ ৭৫টি তাজা প্রাণ রেহাই পাননি তাদের স্ত্রী- সন্তানরা ও হত্যার আগে তাদের ওপর চালানো হয়েছে নির্মাতন পানির ট্যাংকি বাথরুম কিংবা গাড়ীর ভিতরে শুকিয়ে প্রাণ রক্ষা করতে পারেনি তারা শিকারি কুকুরের মত গন্ধ শুঁবো শুঁবো বের করে এনে একে এক হত্যা করে তাদের ২৬-২৬ ফেব্র“য়ারী কালো এই দিনে ওই দূর্বত্তদের বর্বরতা ও নিষ্ঠুরতা এই সব বীর শহীদের আত্মমর্যাদা ও দেশ প্রেমকে বিন্দুমাত্র ক্ষুণ করতে পারেনি, সেদিন পুরো জাতি এই বীরদের হারানো শোকে কান্নায় ভেঙ্গে পড়ে ছিল, এই নিষ্ঠুর মৃত্যুর মধ্যে দিয়া যে গভীর বেদনা ও অন্তজ্বালা সৃষ্টি হয়েছে তা উপমাণের জন্য আমাদের পথ খুজতে হবে এইমাস বীর শহীদের প্রতি মর্মাথিক শ্রদ্ধা প্রদর্শন ও তাদের স্মরণ আমাদের ক্ষত কে কিছুটা হলেও সারানো তয়ে তাদের জীবনাদর্শ ও দেশ প্রেম থেকে শিক্ষা নিয়া আমরা উজ্জীবিত হতে পারলেই তারা বেশী খুশি হবেন। ফেব্র“য়ারী এই দিনে আমরা অশ্র“সিক্ত নয়ন ও কৃতজ্ঞ চিত্তে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।