‘পুলিশ,র‌্যাব,বিজিবির কড়া প্রহরায় এসব ঘটনা বিরাট রহস্য’ শফিক

0
71

শফিকুসরকারের প্রত্যক্ষ মদদে দেশে হিংসাত্মক ঘটনা সংঘটিত হচ্ছে বলে দাবি করেছে জামায়াত। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান আজ এক বিবৃতিতে এাই দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতৃবৃন্দ উস্তানীমূলক, আক্রমণাত্মক এবং জনগণের বুকে গুলি চালানোর ঘোষণা দিয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছেন। দেশের বিভিন্ন স্থানে সরকারের মদদে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা ও জনগণের জানমালের ক্ষতি করার বিভৎস ঘটনা সংঘটিত হচ্ছে। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গুলি করে মানুষ হত্যা করছে। কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে ৭ জনকে হত্যা করা হয়েছে। বরিশালের গৌরনদীতে পেট্রোল বোমা মেরে হত্যা করা হয়েছে ২ জনকে। এর আগে মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করা হয়। দেশের বিভিন্ন স্থানে বাস, ট্রাক ও চলন্ত যানবাহনে পেট্রোল বোমার ঘটনা সংঘটিত হচ্ছে। তিনি বলেন, আমরা সন্ত্রাসী কর্মকান্ডে জড়িতদের সনাক্ত করার জন্য জাতিসংঘের তত্তাবধানে তদন্ত কমিশন গঠন করার আহ্বান জানাই। কিন্তু আমাদের আহ্বানকে অগ্রাহ্য করে সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপ ও ঘায়েল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের চলমান গণতান্ত্রিক আন্দোলনকে সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টির আন্দোলন বলে আখ্যায়িত করে অত্যন্ত পরিকল্পিতভাবে এসব হিংসাত্মক কর্মকান্ড সংঘটিত করা হচ্ছে। পুলিশ, র‌্যাব, বিজিবির কড়া প্রহরার মধ্যে কি করে এ ধরণের ঘটনা সংঘটিত হয় তা এক বিরাট রহস্য। এর জবাব সরকারকে অবশ্যই দিতে হবে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষের উপর দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না।