পুলিশি বাঁধায় বান্দরবানে বিএনপির দুগ্রুপের মিছিল সমাবেশ

0
92

বান্দরবান প্রতিনিধি ॥
b 21.1পুলিশি বাঁধায় বান্দরবানে জেরী-মাম্যাচিং বিএনপির দুগ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল সমাবেশে করেছে। সোমবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং এবং জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরীর নেতৃত্বে বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল ও মহিলাদলের নেতাকর্মীরা শহরে পৃথকভাবে দুটি বিক্ষোভ মিছিল করেছে। এসময় শহরের চৌধুরী মাকের্ট এবং পৌর শপিং কমপ্লেক্সের সামনে মিছিলে পুলিশ বাঁধা দেয়ায় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বান্দরবান বাজারস্থ পৌর শপিং কমপ্লেক্সের সামনে বিএনপির কেন্দ্রীয় নেত্রী মাম্যাচিং এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদলের পৌরশাখা সভাপতি আইয়ুব খান, মহিলাদলের যুগ্ন আহবায়িকা উম্মে কুলসুম লীনা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলুসহ সংগঠনের নেতাকর্মীরা। অপরদিকে বাজারের দুই নাম্বার গলিতে জেলা বিএন’ির সভাপতি সাচিংপ্রু জেরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বিএনপির নেতা এ্যাড. কাজী মহতুল হোসেন যতœ, যুগ্ন সাধারণ সম্পাদক মুজিবর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি সাবেকুর রহমান জুয়েল।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, প্রহসনের নির্বাচনের সরকার কখনো বৈধ হতে পারে না। আর অবৈধ সরকার দিয়ে কোনো রাষ্ট্র চলতে পারে না। দেশের জনগন ৫ জানুয়ারী একতরফা নির্বাচন বর্জন করে ভোট দেয়নি। ভোট চুরির মাধ্যমে ভোটের পার্সেন্টিজ বাড়ানো হয়েছে। তাই অবৈধ সরকার বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন আয়োজনের দাবী জানান।