পূজা করতে ৪দিনের ছুটি চাই

0
73

নিজস্ব প্রতিবেদকঃ
%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%9c%e0%a6%be-%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8চট্রগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ শারদীয় দূর্গোৎসবের প্রাক্কালে সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, মুসলিমরা এদেশে তাদের উৎসব করতে পুলিশ,র‌্যাব,আনসার,কোস্টগার্ড সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহায়তা ছাড়াই পালন করলেও শুধুমাত্র আমাদের(সনাতনী-হিন্দু) ক্ষেত্রে এসে পূজা পার্বণ পালনের সময় বাড়তি নিরাপত্তা লাগবে। বর্তমান সরকারের ঘোষিত সম্প্রদায় মুক্ত বাংলাদেশে এখনো পর্যন্ত হিন্দু(সনাতনী) ধর্মালম্বীরা স্বাধীন ভাবে তাদের ধর্মীয় উৎসব করতে নানা রূপ প্রতিকু’লতার সম্মুখিন হতে হচ্ছে।
৪অক্টেবর মঙ্গলবার বিকেলে চট্রগ্রাম প্রেসক্লাবে দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুল ঘোষ (বাবুন)এর সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাঃ সম্পাদক-তাপস কুমার দে। লিখিত বক্তব্যে তারা সরকারের নিকট ৫টি যৌক্তিক দাবি উপস্থাপন করেছেন।
দাবি গুলো হচ্ছে-সাম্প্রদায়িক সন্ত্রাস দমন আইন,বোয়ালখালীর মেধস আশ্রমকে জাতীয়ভাবে স্বীকৃতি দেয়া,৪দিনরে সরকারী ছুটি বাধ্যতা মূলক করা,অর্পীত(শত্রু) সম্পত্তি আইনের অসঙ্গতি বাতিল করা- উত্তরাধিকার সনদ প্রদানে জনপ্রতিনিধিদের গড়িমসি রোধ ও এ সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তি করার এবং প্রবর্তক সনাতনী সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি করার জোর দাবি জানান।
এছাড়া পূজাকে সাফল্য মন্ডিত করতে কেন্দ্রিয়, নগর ও জেলা কমিটির নেতৃবৃন্দর মাধ্যমে প্রতিদিন শারদীয় উৎসবে নিরাপত্তা জনিত তদারকি করতে বিশেষ ভাবে অনুরোধ জানান ।এবারে সর্বমোট ৯৫০টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গোৎসব চলবে॥ এর মধ্যে ৩০/৪০টি পারিবারিক(ঘট-পূজা)এবং নতুন ভাবে দঃ জেলা ৪০/৫০টি প্রতিমা পূজা মন্ডপ বসবে বলে উপস্থিত সাংবাদিকদের জানান আয়োজক দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ ।
এসময় উত্তর জেলার সভাপতি বাবু অমৃত লাল দে,সেক্রেটারী-র্নিমূল দাশ, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ সাবেক সাঃ সম্পাদক লায়ন দুলাল চন্দ্র,এডঃ কবি শেখর নাথ,ডাঃ বাবুল চৌধুরী,অরূপ রতন প্রমুখ।