পেকুয়ায় ইউএনও‘র হস্থক্ষেপে অবশেষে রাজাখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নির্বাচন

0
77

প্রতিনিধি>>
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ইউএনও‘র হস্থক্ষেপে অবশেষে রাজাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) সকাল ১১টার দিকে পেকুয়া ইউএনও‘র কার্যালয়ে রাজাখালী ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা উপস্থিত হয়ে ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছে। সবাধিক ৮ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন রাজাখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আবছার বদু, ইউপি সদস্য আব্বাস প্যানেল চেয়ারম্যান-২ ও সংরক্ষিত ওয়ার্ড়ের নারী ইউপি সদস্য সাদেকা বেগম প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত হয়েছেন।

রাজাখালী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত প্যানেল চেয়ারম্যান-১ ও ইউপি সদস্য নুরুল আবচার বদু জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩বছর পেরিয়ে গেলেও চেয়ারম্যান বাবুল নিজের হাতে ক্ষমতা কুক্ষিগত করতে এতদিন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেনি। চেয়ারম্যানকে উর্দ্ধতন কর্তৃপক্ষ বেশ কয়েকবার এ সংক্রান্ত নির্দেশনা দিলেও তিনি তা বাস্তবায়ন করেনি।

পেকুয়ার ইউএনও মীর শওকত হোসেন জানিয়েছেন, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিন ধরে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত না করায় স্থানীয় সরকার প্রতিষ্টান ইউনিয়ন পরিষদের কর্মকান্ডকে আরো গতিশীল করতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি ভোটের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।