পেকুয়ায় “গ্রাম পর্যায়ে ডিজিটাল উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা

0
69

গিয়াস উদ্দিন, পেকুয়া থেকে

কক্সবাজারের পেকুয়ায় রাজনৈতিক দর্শনে ‘গ্রাম পর্যায়ে ডিজিটাল উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হযেছে। আজ শনিবার (২৭ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পেকুয়া সমবায় ও ঋনদান সমিতি লি: এর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা সম্পন্ন হয়। প্রধানমন্ত্রীর পুত্র ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের রাজনৈতিক দর্শণে গ্রাম পর্যায়ে ডিজিটাল উন্নয়ন বাস্তবায়নে গঠিত সূচিন্তা ফাউন্ডেশন পেকুয়া শাখা উক্ত আলোচনা সভার আয়োজন করেছেন।

বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাজ্য শাখার আইন বিষয়ক সম্পাদক, সুচিন্তা ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখা কমিটির আহবায়ক বিশিষ্ট রাজনীতিবীদ ও সমাজসেবক ড. মোঃ আশরাফুল ইসলাম সজিবের সভাপতিত্বে অনুষ্টিত এ আলোচনা সভায় মূখ্য আলোচক হিসাবে হিসাবে বক্তব্য রাখেন, সুচিন্তা ফাউন্ডেশনের কেন্দ্রীয় আহ্বায়ক ও নির্বাহী পরিচালক তারুন্যের প্রতীক প্রফেসর মোহাম্মদ এ আরাফাত। বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির প্রভাবশালী সদস্য ব্যারিষ্টার শেখ নাঈম, সুচিন্তা-বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুল চৌধুরী শারণ, অষ্ট্রেলিয়ার মোনায বিশ্ব বিদ্যালয়ের রাজনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞ গবেষক ইফতিখার আরমান রশীদ।

পেকুয়া উপজেলা ছাত্র লীগের আহবায়ক এম কপিল উদ্দিন বাহাদুর এর পরিচালনায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সাহাব উদ্দিন ফরায়েজী, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, পেকুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ও শিলখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ওয়াহিদুর রহমান ওযারেচী, প্রমুখ। এছাড়া ক্ষমতাসীন সরকারী দলের বিভিন্ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।