পেকুয়ায় শ্রমিকলীগের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

0
113
জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন
করা হয়েছে। শনিবার (১৪ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে শহিদ
বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

শ্রমিকলীগ নেতা হাফেজ মুহাম্মদ শামিমের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে
অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিকলীগ পেকুয়া উপজেলা
শাখার সভাপতি এইচ এম নুরুল আবছার। সাধারণ সম্পাদক এসএম শাহাদত হোছাইনের
পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা
আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু হেনা মুস্তফা কামাল।
প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি
কমিটির সদস্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু। প্রধান
বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেম। বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাংবাদিক জহিরুল ইসলাম, সদর
ইউনিয়ন আ’লীগের সভাপতি আজম খান, উজানটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি তোফাজ্জল
করিম, উপজেলা য্বুলীগের সাধারণ সম্পাদক মোঃ বারেক ও উপজেলা যুবলীগের
সহসভাপতি জিয়াবুল হক জিকু।

বক্তব্য রাখেন, শ্রমিকলীগের যুগ্ন-সম্পাদক জিয়াবুল হক এমইউপি, দপ্তর
সম্পাদক হুমাইন কবির, সদর সেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ ফোরকান, উপজেলা
ছাত্রলীগের যুগ্ন-সম্পাদক আমিনুর রশিদ, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক
তাফসীরুল ইসলাম ও সদর শ্রমিকলীগের সভাপতি মোর্শেদ, সাধারণ সম্পাদক বোরহান
উদ্দিন, বারবাকিয়ার সাধারণ সম্পাদক মোঃ ফোরকান ও উজানটিয়ার সভাপতি
আনোয়ারুল আজিম।

উপস্থিত ছিলেন, মহিলা আ’লীগ নেত্রী হাসিনা বেগম, কৃষকলীগ নেতা নাসির
উদ্দিন, আ’লীগ নেতা আফতাব উদ্দিন বাবুল, ফোরকান এলাহী, হেলাল উদ্দিন,
সাবেক ছাত্রলীগ নেতা শাহেদুল ইসলাম শাহেদ, আমিরুল খোরশেদ, আ’লীগ নেতা
মামুনুর রশিদ নুরী, মোঃ কাইছার, শ্রমিকলীগ নেতা শিমুল করিম, বেলাল
উদ্দিন, যুবনেতা জয়নাল আবদীন প্রমুখ।

প্রধান বক্তা আবুল কাশেম বলেন, পেকুয়া উপজেলা আ’লীগ ও সকল সহযোগি সংগঠনের
নেতৃত্বকে শক্তিশালী হিসাবে তৈরি করা হবে। আজকে শ্রমিকলীগ শহিদ
বুদ্ধিজীবী দিবসের বিশাল আয়োজন করে তাদের দক্ষতার প্রমাণ দিয়েছে। তারা
ধন্যবাদ পাওয়ার যোগ্য। বীর শহিদদের স্মৃতিকে শক্তিতে রুপান্তর করে
আ’লীগকে এগিয়ে নিতে হবে।

প্রধান অতিথি আবু হেনা মুস্তফা কামাল বলেন, পেকুৃয়ায় সম্মেলন প্রস্তুতি
কমিটির নেতৃত্বে আ’লীগ ঐক্যবদ্ধ। একটু সময় লাগতেছে পেকুয়ার সম্মেলনটি
সুন্দরভাবে শেষ করা হবে। আমার কাজ হচ্ছে সফল সম্মেলন করে নতুন নেতৃত্ব
আপনাদের হাতে তুলে দেওয়া। আর পেকুয়ার সমস্ত কার্যক্রম মনিটরিং করতেছে
কেন্দ্রীয় আ’লীগের সাধারণ সম্পাদক আমার নেতা ওবাইদুল কাদের। সুতরাং কোন
ধরণের বিভ্রান্ত হওয়ার দরকার নাই।