পেকুয়ায় সাগর পথে অবৈধভাবে মালেশিয়াগামী ২০জন আটক

0
123

ltকক্সবাজারের পেকুয়া উপজেলার কুতুবদিয়া চ্যানেলের তীরবর্তী উজানটিয়া ইউনিয়নের ম্যানগ্রোভ ফরেষ্ট এলাকা থেকে সাগর পথে অবৈধ উপায়ে মালেশিয়াগামী ২০জন আটক করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পেকুয়া থানা পুলিশের ওসি মো: আবদু রকিব, এসআই বিমল ও এএসআই জাফরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাদের আটক করেছে। আটকৃতদের মধ্যে যশোরের ২জন, ঝিনাইদহ জেলার ৭জন, কুষ্টিয়া জেলার ৬জন, নারায়ণগঞ্জ জেলার ১জন, বি.বাড়ীয় জেলার ২জন ও সিরাজগঞ্জ জেলার ২জন রয়েছে।

তারা হলেন, যশোর জেলার কোতোয়ালী থানার ব্যাংডাকা এলাকার মো: কোরবান আলী (৩৮), পিতা হযরত আলী, খাইরুল ইসলাম (২৮) পিতা নেছার আলী, ঝিনাইদহ জেলার বাগুটিয়া এলাকার মো: আলমগীর হোসেন মোল্লা (৩৫) পিতা আসমত আলী মোল্লা, পান্টু মোল্লা (২৮) পিতা নায়েব আলী মোল্লা, মোক্তার আলী মন্ডর (৩৩) পিতা আমীর আলী মন্ডল, সোহাগ হোসেন (২২) পিতা আবদুল মজিদ, আরিফ (২৪) পিতা আজিজ বিশ্বাস, বাবুল রহমান (২৬) পিতা ইসমাঈল বিশ্বাস, মোক্তার বিশ্বাস (২৫) পিতা: রাজ্জাক বিশ্বাস, কুষ্টিয়া জেলার মিরপুর থানার পুরাতন আজিমপুর এলাকার মো: চান (২২) পিতা আবদুল গণি, মো: শফিক (৩৫) পিতা সবধন, আরজু (২৫) পিতা মৃত আতরভিম, মো: বানারুল ইসলাম (৪০) পিতা মৃত কালু মিয়া, মো: মো: হুজুর আলী মন্ডল (৩৫) পিতা মৃত দিদার মন্ডল, মো: লিটন (৩৩) পিতা কফির আলী, নারায়নগঞ্জ আড়াইহাজার থানার শালিবাহাদি এলাকার মো: মাসুদ (১৭) পিতা কায়েস মীর, বি.বাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাইননগর এলাকার মো: জুয়েল (২২) পিতা মো: আলী মিয়া, ইলিয়াছ (২২) পিতা ইসমাঈল, সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর এলাকার মো: রিদুয়ান (১৭) পিতা রেজাউল করিম, মাসুদ রানা (১৭) পিতা মোজাহের কবির। এসময় কোন দালালকে আটক করতে পারেনি পুলিশ। আটককৃতদের পেকুয়া থানায় রাখা হয়েছে।

আটক ঝিানাইদ জেলার সোহাগ হোসেন (২২) ও সিরাজগঞ্জ জেলার মো: রিদুয়ান পেকুয়া থানায় সাংবাদিকদের জানান, তাদের ২০জনকে যশোর জেলার সাজেদুল করিম নামের এক দালাল সাগরপথে মালেশিয়া নিয়ে যাওয়ার কথা বলে জনপ্রতিতি ৫০হাজার টাকা নিয়ে গত শুক্রবার সড়ক পথে চট্টগামের নতুন ব্রীজ এলাকায় নিয়ে আসেন। সেখানে চট্টগ্রামে ১দিন থাকার পর গতকাল রোববার রাত ১১টার দিকে একটি ইঞ্জিন চালিত ফিশিং ট্রলারে উঠানো হয়। এরপর তাদের সেখান থেকে ওই বোটের মাঝি পেকুয়া উপজেলার কুতুবদিয়া চ্যানেলের উজানটিয়া ইউনিয়নের ম্যানগ্রোভ ফরেষ্ট এলাকায় নামিয়ে দেওয়া হয়। এরপর তাদের নামিয়ে দিয়ে গভীর সাগরের দিকে পালিয়ে যায় বোটের মাঝি। তারা আরো অভিযোগ করেছেন, বোটের মাঝি তাদের মারধর করে ৭টি মোবাইল সেট ও নগত ১১হাজার টাকা ছিনিয়ে নেন।

পেকুয়া থানার ওসি মো: আবদু রকিব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উজানটিয়া ম্যানগ্রোভ ফরেষ্ট এলাকা থেকে অবৈধ উপায়ে মালেশিয়াগামী ২০জনকে আটক করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে নিরাপত্তা হেফাজতে পাঠানো হবে। ওসি আরো জানান, আটকৃতদের কাছ থেকে দালালদের ব্যাপারে তথ্য নেওয়া হচ্ছে। এরপরেই যাচাই-বাচাই করে দালালদের গ্রেফতারে পুলিশ অভিযানে নামবে।