পেট্রোলবোমায় পুড়ে কয়লা হয়েছেন ট্রাকের এক হেলপার

0
69

পুঠিয়ায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় পুড়ে কয়লা হয়েছেন ট্রাকের এক হেলপার। এ ঘটনায় চালকও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেলপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেলপারের নামে পিন্টু (২৭)। তিনি চারঘাটের টাঙ্গন এলাকার আহম্মেদ হোসেনের ছেলে।

আহত চালক একই এলাকার মিঠুনকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, পুঠিয়া উপজেলার ‘ডেঞ্জার পয়েন্ট’ হিসেবে খ্যাত বেলপুকুর এলাকায় চলন্ত ট্রাকে দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে হেলপার পিন্টুর শরীরে আগুন ধরে যায়। এসময় আতঙ্কিত হয়ে লাফ দিতে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। সেখানেই পিন্টুর শরীর পুড়ে কয়লার মতো হয়ে যায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলামেইলকে জানান, কুলবোঝাই ট্রাকটি রাজশাহীর চারঘাট থেকে ঢাকায় যাচ্ছিল। পথে বেলপুকুরের অদূরে একটি ব্রিজের ওপর উঠলে পাশ থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে হেলপার পিন্টু আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। তার লাশ পুড়ে কয়লা হয়ে যায়।

এ ঘটনায় ট্রাকের চালক মিঠুনও গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান ওসি হাফিজুর রহমান।