পেট থেকে বের করা হয়েছে ৯৫০টি ইয়াবা

0
48
ফাইল ছবি

চট্টগ্রামে ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের পেট থেকে বের করা হয়েছে ৯৫০টি বড়ি।

শুক্রবার চট্টগ্রাম মহানগর ‍পুলিশের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদের মধ্যে সকাল ৭টার দিকে বাকলিয়া থানার কর্ণফুলী সেতুর গোল চত্বরের উত্তর পাশ থেকে মো. সাব্বির আহাম্মদ (৩০) নামে এক জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সাব্বির কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা গ্রামের সৈয়দ আহাম্মদের ছেলে।

তল্লাশিতে সাব্বিরের কাছে কিছু পাওয়া না গেলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এক্সরে করে তার পেটে পোটলা সদৃশ কিছু দৃশ্যমান হয়। পরে পেট থেকে পোটলাটি বের করার পর দেখা যায় সেখানে ৪৫০টি ইয়াবা বড়ি রয়েছে।
অন্য এক অভিযানে সকাল ৮টায় নগরীর কোতোয়ালি থানার ব্রিজঘাট এলাকা থেকে জাকের হোসেন (৩৫) নামে অপরজনকে গ্রেপ্তার করা হয়।

জাকের কক্সবাজার জেলার টেকনাফ থানার পানখালী গ্রারে মো. ওসমানের ছেলে।

চমেক হাসপাতালে এক্সরে করার পর তার পেট থেকেও ৫০০টি ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করে বলে গ্রেপ্তার দুই জন পুলিশকে জানিয়েছে।

এ ঘটনায় নগরীর বাকলিয়া ও কোতোয়ালি থানায় পৃথক মামলা হয়েছে।