প্রচারণার পূর্বে ক্ষমা চাইতে হবে

0
43

‘ভোট চাওয়ার আগে খালেদাকে অবশ্যই মানুষ পোড়ানোর জন্য ক্ষমা চাইতে হবে। তাকে ওয়াদা করতে হবে জনগণকে আর এভাবে পুড়িয়ে হত্যা করবেন না।’, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশন (বিটিএফ) চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী এমপি।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ তরিকত ফেডারেশন এর আয়োজনে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সিটি করপোরেশন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন তিনি।

তিনি আরো বলেন, ‘বিএনপি সমর্থিত প্রার্থীকে নির্বাচিত করলে পেট্রোল বোমাকেই উৎসাহিত করা হবে।’

খালেদা জিয়া সবকিছুতেই ব্যর্থ হয়েছেন মন্তব্য করে নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, ‘৯২ দিন বাসা ছেড়ে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে দেড়শ’য়ের মতো মানুষকে হত্যা করেছেন খালেদা। তিনি বলেছিলেন শেখ হাসিনার পতন ঘটিয়ে ঘরে ফিরে যাবেন। কিন্তু এখন তার সে কথা রক্ষা করতে পারেননি।’

নজিবুল বশর অভিযোগ করে বলেন, ‘খালেদা জিয়া গাড়ীর বহর নিয়ে প্রচারনার মাধ্যমে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করছেন। তার বিরুদ্ধে আমরা তাই নির্বাচন কমিশনের কাছে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করছি। ইসি আমাদের অভিযোগ আমলে না নিলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।’

মাইজভাণ্ডারী বলেন, ‘আমরা সবসময়ই মুক্তিযুদ্ধের পক্ষে ছিলাম, পক্ষে আছি। প্রধানমন্ত্রীর প্রতি সম্মান জানিয়ে আমরা সিটি নির্বাচনে কোন মেয়র প্রার্থী দেইনি।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব লায়ন এম এ আউয়াল এমপি বলেন, ‘আগামী ২৮ এপ্রিল ঢাকা দক্ষিণ-উত্তর এবং চট্রগ্রামে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ১৪ দলীয় জোটের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সাঈদ খোকন, ঢাকা উত্তরে আনিসুল হক এবং চট্রগ্রামে আ জ ম নাছির উদ্দীনকে সমর্থন দিয়েছে। তাই আমরাও আজ এ সংবাদ সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ তরীকত ফেডারেশনের সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি ১৪ দলের সমর্থিত প্রার্থীর পক্ষে সর্বশক্তি নিজেদের সর্বশক্তি নিয়োগ করতে।’

তিনি বলেন, ‘তিন সিটি করপোরেশন নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল হিসেবে বাংলাদেশ তরীকত ফেডারেশন সমর্থিত ‘তরিকত নাগরিক ঐক্য’ ব্যানারে ঢাকা ও চট্টগ্রামে আমরা ১০১ সদস্য বিশিষ্ট দুইটি নাগরিক কমিটি গঠন করেছি। আমাদের দলের চেয়ারম্যানের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এ কমিটিগুলো গঠন করা হয়েছে।