‘প্রজন্মের প্রতিনিধি নওফেল আমাদের স্বপ্ন ও সম্ভাবনার বাতিঘর’

0
87

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা আজ সকাল থেকেই সারাদিনব্যাপী বাকলিয়া-কোতোয়ালী আসন (চট্টগ্রাম-৯) সংসদীয় আসনের নৌকা প্রতীকের প্রাথী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় একগুচ্ছ সংস্কৃতিকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার অভিযান অব্যাহত থাকেন। এ সময় উপস্থিত জনতার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ বছরের শাসনামলে উন্নয়পত্র সম্বলিত প্রচারপত্র বিলি করা হয়। এ প্রচার অভিযানে আগামী ৩০ ডিসেম্বর একটি ভোটযুদ্ধে আরেকটি মুক্তিযুদ্ধের বিজয় সংগঠিত করার আহ্বান জানানো হয়। প্রচারপত্র বিতরণকালে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি ও আই.ই.বি চট্টগ্রাম কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক বলে নতুন প্রজন্মের প্রতিনিধি ব্যারিস্টার নওফেল আমাদের স্বপ্ন ও সম্ভাবনার বাতিঘর। নৌকা মহান মুক্তিযুদ্ধের আশা জাগানিয়া প্রতীক। এ প্রতীককে বুকে ধারণ করে আমরা সংস্কৃতিকর্মীরা মাঠে নেমেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃতি ও ক্রীড়াপ্রেমী। আজকের এ সময়ে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিক পরিচিতি পেয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় ৩০ ডিসেম্বর ভোট যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের বিজয়ের বার্তার স্বপ্ন পূরণ করতে হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ৩০ ডিসেম্বর বাঙালি জাতিসত্তা রক্ষার একটি উজ্জ্বল দিন। এ দিনটি ভোটাধিকার প্রয়োগের পক্ষে নৌকার বিজয় সুনিশ্চিত করতে এ কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা মাঠে আছি, মাঠে থাকবো। এ প্রচার অভিযানে শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। তারা, আনন্দমুখর পরিবেশে নির্বাচনকে সফল করার জন্যে জননেত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। নির্বাচনী প্রচারণার শুরুতেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠ সৈনিক সদ্য প্রয়াত বাণীকুমার চৌধুরীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী প্রকৌশলী অভিজিৎ কুমার দেব, মো: আবুল বশর, মাসুদ উদ্দিন হামেদ নেওয়াজ, সরিৎ চৌধুরী সাজু, আকতার উদ্দিন রানা, মো: এনাম উদ্দিন, আরিফুর রহমান, আবু মো: এনাম, তানভীরুল ইসলাম নাহিদ, পলাশ কুমার দেব, বিটু কুমার দাশ, মুজিবুর রহমান, সজীব কুমার দাশ, ফয়সাল আহমেদ, ফারুকুল ইসলাম, আবু হানিফ, মো: আবু বক্কর সাজ্জাদ, রফিকুল ইসলাম টিটু, আবদুল বাকের, রাশেদুর রহমান টিটু, কিশোর হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম খান প্রমুখ। (চট্টগ্রাম-৯) সংসদীয় আসনের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর পক্ষে নগরীর মেডিকেল কলেজ স্টাফ কোয়াটার, দেবপাহাড় আবাসিক এলাকা, গোয়াছি বাগান, ও. আর. নিজাম রোড, জেলা শিশু একাডেমী, আমিরবাগ আবাসিক এলাকা, জয়নগর, পাঁচলাইশ আবাসিক এলাকা, এনায়েত বাজার, লাভলেইন, জুবিলী রোড, নন্দনকানন এলাকায় গণসংযোগ ও উক্ত এলাকার জনগণের কাছে নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।