প্রতিমাসে চসিক লক্ষাধিক রোগীর সেবা দিয়ে যাচ্ছে

0
81

যক্ষামুক্ত চট্টগ্রাম গড়ার বিষয়ে সিটি মেয়রের সাথে চ্যালেঞ্জ টিবি এবং সিভিল সার্জন সহ অন্যদের সাক্ষাত
১৩ নভেম্বর ২০১৭ খ্রি. সন্ধ্যায় নগর ভবনে মেয়র দপ্তরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এর সাথে চ্যালেঞ্জ টিভির কান্ট্রি প্রজেক্ট ডাইরেক্টর অস্কার কর্ডন, সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যক্ষা নিরোধ কর্মসুচির ডিভিশনাল কনসালটেন্ট ডা. বিশাখা ঘোষ, চ্যালেঞ্জ টিভির চিটাগং ডিভিশনাল কো-অর্ডিনেটর সাক্ষাত করেন। এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম উপস্থিত ছিলেন। প্রতিনিধিবৃন্দ চট্টগ্রামকে যক্ষামুক্ত নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনায় মেয়রের সহযোগিতা কামনা করেন। মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য সেবার নানাদিক তুলে ধরে বলেন, প্রতিমাসে চট্টগ্রাম সিটি কর্পোরেশন লক্ষাধিক রোগীর সেবা দিয়ে যাচ্ছে। যা সিটি কর্পোরেশনের ইতিহাসে বিরল ঘটনা। তিনি যক্ষা নিরোধ কার্যক্রমের সাথে জড়িতদের কার্যকর উদ্যোগ কামনা করেন।