নিউজচিটাগাং২৪.কমের প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. ওবাইদুল করিম এর শুভেচ্ছা

0
78

ড. ওবাইদুল করিমঅনলাইন গণমাধ্যমগুলোর জন্য অনেকেই কাজের ফাঁকে ফাঁকে নিজের মোবাইল বা কম্পিউটার-ল্যাপটপে সংবাদগুলো জানতে পারে। এছাড়া এখন ছাত্র-ছাত্রীদের অধিকাংশই ইন্টারনেটের সাথে সম্পৃক্ত। পড়া-লেখা থেকে শুরু করে তারা যে কোনো বিষয়ে ইন্টারনেটের ওপর অনেকাংশে নির্ভরশীল। তাই এক্ষেত্রে নিউজচিটাগাং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা করা যায় এমনটাই বললেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. ওবাইদুল করিম। নিউজচিটাগাং২৪.কমে যারা কাজ করছে তাদের এমন যোগ্যতা রয়েছে যে তারা চট্টগ্রামে সংবাদ মাধ্যমগুলোর জন্য দৃষ্টান্ত স্থাপন করবে এবং এগিয়ে যাবে।

বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. ওবাইদুল করিম আরো বলেন আজকের বিশ্বে কাগজে ছাপা প্রত্রিকার চাইতে অনলাইন প্রত্রিকা অনেক বেশি শক্তিশালিী । বিশ্বের উন্নত দেশগুলোতে বহু পত্রিকার ছাপা এডিশন বন্ধের পথে ও বেশকিছু নামিদামি পত্রিকা তাদের কাগজে ছাপা এডিশন এরই মাঝে বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন এখন পত্রিকার পাঠক একটি সীমাবদ্ধ এলাকার মধ্যে নেই অনলাইন পত্রিকার মাধ্যমে তা ছড়িযে গেছে বিশ্বময়। আর এ কারণে এর শক্তি ও দায়বদ্ধতা বেড়েছে অনেক এটা সবার খেয়াল রাখতে হবে।

নিউজচিটাগাং২৪.কমের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন। নিউজচিটাগাং২৪.কমের সাফল্য কামনা করছি।