প্রত্যাশা। নিলুফা ইয়াসমিন জয়িতা

0
76

নিলু

কোনদিন তুমি আমার অপেক্ষা করো না..
কোনদিন আমি তোমাকে ছুঁয়ে যাই না..
কি এক অদ্ভূত বাস্তবতায় আমরা লুকোচুরি খেলি…
হয়তো পরিচয়ের দীর্ঘপথে অর্থহীন পথ চলা..
তবুও অপেক্ষায় থাকি…
ধুমকেতুর মাধ্যাকর্ষণ সমাপতনের মতন…
অদৃশ্য অস্পর্শী দৃশ্যমান ভালবাসার…
মুগ্ধতার চোখ বিষন্নতার মাঝেও খুঁজে খুঁজে ক্লান্ত অষ্টপ্রহরের পাওয়াকে…
আমি হেঁটে যাই কেবলি বৃষ্টিশেষের বাঁকহীন পথে…
ও পথিক, তোমার বিচরণ কোন স্বপ্নালোকে…!!